আশেকে রাসূল (সঃ) হযরত আলহাজ্ব শাহ হাফেজ আহমদ (রাঃ) শাহ সাহেব কর্তৃক প্রবর্তিত ১৯দিন ব্যাপি সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৪৯তম পর্ব আগামী ১০ নভেম্বর শুরু হবে।
মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে প্রস্তুতি সভা ১৬ অক্টোবর চট্টগ্রাম শহরের রীমা কনভেনশন হলে হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান তেলাওয়াত করেন এ এইচ এম শাকিল, নাতে রসুল পরিবেশন করেন তৈয়বুল হক বেদার, মবরুর হোসাইন সিদ্দিকী ও তামজিদুর রহমান। কশশাফুল হক শেহজাদ ও যাহেদুর রহমান এর সঞ্চালনায় এবং মোহাম্মদ নাঈম নিমুর তত্বাবধানে দেড় হাজারের অধিক আশেকানে ভক্তবন্দের অংশগ্রহণে এতে স্বাগত বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব এ ডি এম আবদুল বাসেত দুলাল। মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনা ও তহবিল সংগ্রহের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুহাম্মদ ইসমাঈল মানিক, কাজী নাসির উদ্দিন, আবদুল মালেক ইবনে দিনার নেজাত, সিটি কর্পোরেশন প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল, লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম কবির,অলিউদ্দিন, এডভোকেট মিনহাজুল আবরার,কাজী আরিফুল ইসলাম প্রমুখ। তহবিল সংগ্রহ করেন আবু হেনা টুটুল ও জয়নাল আবেদীন শবাব এর নেতৃত্ব শাহাদত খান ছিদ্দিকী, মোহাম্মদ ইব্রাহিম, আজিমুল ইসলাম, শফিকুর রহমান হোসাইন, ফজলে এলাহি আরজুর তত্বাবধানে চাঁদা সংগ্রহের রসিদ বই, অনুষ্ঠান সুচী ও প্রকাশনা সামগ্রী বিতরণ করেন মুরাদ, আফনান, মঈনুদ্দিন, সুজাত, তাইছির, রাফিদ, আকিল, সাফি, ইফতি, আফ্রিদি। ওয়াহিদুল হক ও জহির উদ্দিন এর ব্যবস্থাপনায় তবারুক প্রস্তুত ও বিলি বন্টনে ছিলেন সাদুর রহমান, ফরিদ সিদ্দিকী, কাজী সোহেল, জাবেদ আব্বাস, আরিফ ইয়াছির, তমহিদ, মুরাদ, শাহেদ, ফাহিদ সহ আরো অনেকে।
চুনতি ও লোহাগাড়া সাতকানিয়ার প্রায় আটাশটি ক্লাব এ আয়োজন সফল করতে সর্বাত্মক সহযোগিতা করেন। মঞ্চে আরো উপস্থিত ছিলেন গোলাম কবির, শফিক আহমদ, আবু তাহের, রাশেদুল হক টিপু, সিরাজুল আরেফিন, এরশাদুল হক ভুট্টো,; চুনতি ইউনিয়ন চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, বড়হাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান এম ডি জুনাইদ, মতি টাওয়ার ব্যবসায়ী সমিতির শাহাবুদ্দিন, তামাকুমুন্ডি বনিক সমিতির জসিম উদ্দিন কবির, টেরিবাজার ব্যবসায়ী সমিতির ইমরান সাঈদ, প্রফেসর হামিদুল হোসেন সিদ্দিকী, মমতাজুর রহমান, মাহবুবুল হক, তারেক, ডক্টর এনামুল হক, ইদ্রিস মিনহাজ প্রমুখ।
নিরেট ক্লাবের সদস্য ফজলে এলাহি আরজু এবং আরিফ রাব্বানী, রাজীন, এরফান, এমরান, ছামীরউদ্দীন এবং চারুতা ক্লাবের নেতৃত্বে চুনতী তথা লোহাগাড়ার একঝাঁক তরুণ সীরাতুন্নবী (সঃ) মাহফিলের একনিষ্ঠ কর্মী সভার পরিবেশন এবং শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, মাহফিল আগামী ১০ নভেম্বর শুরু হয়ে ২৮ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আখেরী মুনাজাত এর মাধ্যমে সমাপ্ত হবে।
Make sure you enter the(*)required information