চুনতি সমিতি ঢাকার বার্ষিক পিকনিক ২০২৩


চুনতি সমিতি ঢাকা এর বার্ষিক পিকনিক ১৮ মার্চ পদ্মার পার সংলগ্ন মাওয়া রিসোর্টে অনুষ্ঠিত হয়। মাওয়া রিসোর্টে অত্যাধুনিক সুইমিং পুল, সুন্দর থাকার কটেজ, উন্মুক্ত খেলার জায়গা,সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য সুন্দর মঞ্চ,প্যাডেল বোটিং করার জন্য সুন্দর পুকুরসহ আধুনিক সকল সুযোগ সুবিধা বিদ্যামান ছিল।

চুনতি সমিতি ঢাকা কতৃক সারা দিনের এই আয়োজনে নারী,পুরুষ,শিশুসহ ১০০ জনের মতো অংশগ্রহণ করেন। দুটি মিনি বাসের মাধ্যমে অংশগ্রহণকারীরা মাওয়া রিসোর্টে উপস্থিত হন । এছাড়া অনেকে ব্যক্তিগত যানবাহন নিয়ে অনুষ্ঠানের স্থলে যান। অনুষ্ঠানে শুরুতে সবার জন্য ছিল সুস্বাদু সকালের নাস্তার ব্যবস্থা । তারপর পর্যায়ক্রমে পুরুষ, মহিলা ও বাচ্চাদের জন্য আয়োজিত বিভিন্ন আকর্ষণীয় গেম গুলো। গতানুগতিক যান্ত্রিক জীবনের বাইরে পিকনিকের আয়োজন সবাই খুব আগ্রহভরে উপভোগ করেন। পরবর্তীতে কেউ সাঁতারে এবং কেউ ফুটবল খেলায় মেতে ওঠেন। দুপুরে হরেক রকমের মেনুতে সুস্বাদু খাবারের আয়োজন ছিল। দুপুরের খাবারের পর সবচেয়ে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন মাসুদ খান, সাজ্জাদ খান, সানজিদা রহমান নন্দন,রবিউল হাসান আশিক, আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে রাফেল ড্র ও গেমসে যারা বিজয়ী হয়েছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চুনতি সমিতি ঢাকা এর সভাপতি আসাদ খান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ খান অনুষ্ঠানে অংশগ্রহণকারী সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আগামীতে আরো উন্নত মানের পিকনিক আয়োজনে প্রতিশ্রুতি দেন।

Comments

Leave a Replay

Make sure you enter the(*)required information