Forum



Author Topic: একটা বাতিঘর তথা চুনতি গ্রামে প্রস্তাবিত লাইব্রেরি “চুনতি পাবলিক লাইব্রেরি” (Read 2118 Times)

Saiful Huda Siddiquee

  • "Chunati. "
  • 031-2853031, 01819-328359
  • shsiddiquee@yahoo.com
একটা বাতিঘর তথা চুনতি গ্রামে প্রস্তাবিত লাইব্রেরি “চুনতি পাবলিক লাইব্রেরি”
« on: 26 Jul 2015 »

চুনতিতে বাতিঘর

স্রোত বিহীন নদী যেমন থমকে যায়, প্রবাহমান হয়না একদিন মরা নদীতে রুপ নেয়।তেমনি সঠিক গবেষনা ও সংরক্ষণ ব্যতীত যে কোন এলাকার ইতিহাস ঐতিহ্য হারিয়ে যেতে পারে কিংবা সেই এলাকার ইতিহাস হবে অসত্যে অপরিপূর্ণ তথ্য ভরা ভুল ইতিহাস।
আসুন সবাই একত্রে যার যার অবস্থান থেকে কাজ করি চুনতি গ্রামের সঠিক ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি, লোক-সাহিত্যা, ধর্মীয় চেতনা ইত্যাদি নিয়ে গবেষনা,সংগ্রহ, সংরক্ষণ-প্রচার ও প্রকাশনাসহ চুনতির আগামি প্রজন্মের সৃজনশীলতার উন্মেষ ও বিকাশের উদ্যেগ গ্রহন করি। এ উদ্যেগে নিজে সামিল হই এবং অন্যকে অংশগ্রহনের অনুরোধ জানায়।
চুনতি গ্রামের সঠিক ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে এবং আগামি প্রজন্মের জন্য একটা বাতিঘর তথা চুনতি গ্রামে প্রস্তাবিত লাইব্রেরি “চুনতি পাবলিক লাইব্রেরি” প্রতিষ্টায় সদস্য হতে আগ্রহীগণের নাম লিপিবদ্ধকরণ এবং সবাইকে সহযোগীতা ও পরামর্শদেওয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

Anwar

  • Chunati (Bagan Para)
  • 01833052324
  • anu.cnt@gmail.com
Re: একটা বাতিঘর তথা চুনতি গ্রামে প্রস্তাবিত লাইব্রেরি “চুনতি পাবলিক লাইব্রেরি”
« on: 27 Jul 2015 »

সুপরিকল্পিত কার্যক্রম, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তিবর্গের অংশগ্রহণ সাফল্য আনবে বলে আশা করি। উদ্যোগ সফল হোক।

Asrarul H Sumon

  • "Department of Finance , FBS,University of Dhaka. www.facebook.com/asrar.bd , Call @ 01753-509329"
  • 017-53509329
  • asrar.du@gmail.com
Re: একটা বাতিঘর তথা চুনতি গ্রামে প্রস্তাবিত লাইব্রেরি “চুনতি পাবলিক লাইব্রেরি”
« on: 11 Aug 2015 »

My childhood dream!
I am ready for any kinda assistance from me.