বাংলাদেশের সর্বপ্রথম গ্রাম ভিত্তিক ওয়েবসাইট এবং সামাজিক সংগঠন www.chunati.com এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান গত ০৯-০৬-২০১৮ইং রোজ শনিবার ২৩শে রমজান চট্টগ্রাম শহরে আন্দরকিল্লায় প্যারাগন কমিউনিটি সেন্টারে বিকাল পাঁচটায় আসরের নামাযের পর আনুষ্ঠনিক ভাবে অনুষ্ঠানের কার্যক্রম অনুষ্ঠীত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনতীর কৃতি সন্তান এবং সমাজের মুরুব্বি জনাব ইসমাঈল মানিক (সভাপতি, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা), এবং উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অবসর প্রাপ্ত যুগ্ন মহাসচিব জনাব এডিএম আব্দুল বাসেত দুলাল এবং উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য চুনতীরই কৃতি সন্তান জনাব আনোয়ার কামাল সহ চুনতীর গন্য মান্য ব্যাক্তিগন। আসরের নামাযের পর জনাব জাহেদুর রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কোরআন তিলওয়াত করেন হাফেজ মোহাম্মদ আব্দুল আজীজ শোয়াইভ। এবং নাতে রাসূল (সঃ) পরিবেশন করেন তামজিদুর রহমান। প্রধান আলোচক ছিলেন চুনতী মোজাদ্দেদিয়া ত্বরীকত খেলাফত প্রাপ্ত আলহাজ্ব মৌলানা আসহাব উদ্দিন এবং মীলাদ পরিচালনা করেন মৌলানা আবু দাউদ এবং মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মৌলানা জাফর সাদেক মিয়াজি।
সার্বিক সহযোগিতায় চুনতি ডটকম এর স্বেচ্ছাসেবক বৃন্দ।
অংশগ্রহণকারী দের অনুদান, শুভানুধ্যায়ী দের আর্থিক ও পণ্য অনুদান পুরো আয়োজন কে সফল করে।
Make sure you enter the(*)required information