অলিকুল শিরোমনি আশেকে রসূল (সঃ) মোজাদ্দেদে মাহ্ফিলে সীরতুন্নবী (সঃ) প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ(রহ্ঃ আঃ) শাহ ছাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী ৪৮তম সীরতুন্নবী (সঃ) আগামী ১৯নভেম্বর সোমবার হতে শুরু হয়ে ৭ডিসেম্বর শুক্রবার দিনগত রাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে বলে জানা গেছে।এই উপলক্ষে ২৪ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১১ টায় চুনতি শাহ মঞ্জিলে মাহফিলের প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।চুনতি ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল পরিচালনা কমিটির সভাপতি, শাহ ছাহেব কেবলার দৌহিত্র শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাহফিল পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী,চুনতি সরকারী মহিলা ডিগ্রী কলেজ ও চুনতি হাকিমিয়া কামিল(এম.এ) মাস্টার্স মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল মানিক, মাহফিল পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, আলহাজ্ব নুর আহমদ চেয়ারম্যান, হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম নিজামী, দ্বীন মুহাম্মদ মানিক, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, স্মার্ট গ্রপের পরিচালক আজিজুর রহমান, বিশিষ্ঠ সমাজসেবক ও ব্যবসায়ী কাজী আরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার জাহেদুর রহমান, লোহাগাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, এডভোকেট মিনহাজুর আবরার, মাওলানা মুজিবু্র রহমান মুজিব, কসশাফুল হক শেহজাদ,চট্টগ্রাম ইসলামীয়া আরবী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মুহাম্মদ লুৎফুর রহমান,সীরত মাহফিলের কক্সবাজার প্রতিনিধি নুরুন্নবী, কাজ্বী বশির উদ্দিন, মুছিহুল আজিম খাঁন ছিদ্দিকী, যাহেদুর রহমান, চুনতি সমিতি ঢাকার পক্ষ থেকে সাজ্জাদ খাঁন, নুরুল কবির, সৈয়দ উদ্দিন সিদ্দিকী, আবু মাসুম খান, জসিম উদ্দিন কবির, এবাদুর রহমান, মো: নাঈম নিমু, মো: কফিল উদ্দিন, জহির আহমদ, কামরুল হুদা, অলী উদ্দিন, রাশেদ খান প্রমুখ।মাহফিলে সীরাতুন্নবী (সঃ) পরিচালনা কমিটির সদস্য শাহজাদা তৈয়বুল হক বেদার মত বিনীময় সভা সঞ্চালনা করেন।আলোচনা সভায় বক্তারা মাহফিলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় সকলে মাহফিল সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে সর্বাত্মক সহযোগিত কামনা করছেন মাহফিল পরিচালনা কর্তৃপক্ষ।আলোচনা সভায় শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত মাহফিলের প্রায় ২ কোটি টাকার বাজেট পেশ করেন।প্রস্তুতি সভায় মোনাজাত পরিচালনা করেন ১৯দিন ব্যাপী মাহফিলের মতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।রির্পোট ঃ রায়হান সিকদার,লোহাগাড়া
Make sure you enter the(*)required information