প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। বৃহস্পতিবার এক বার্তায় শোক প্রকাশের পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্পর্কের সেতু তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মেজর জেনারেল জয়নুল। তিনি সততা, আন্তরিকতা ও দেশপ্রেমের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আল্লাহ তার পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন, আমিন। মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ১৭ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Make sure you enter the(*)required information