চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ও চুনতি শিকদার পাড়ার সন্তান আবু দাউদ মোহাম্মদ ফুয়াদ দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো "বি-আর-বি সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে-২০২৩" প্রতিযোগিতায় "ইসলামি জ্ঞান ও কুইজ" সেগমেন্টে সারা বাংলাদেশে ১০ম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে সারা দেশ থেকে ২১ জনকে নির্বাচিত করা হয়। এরপর গত শুক্রবার এই ২১ জনকে নিয়ে টিভি রাউন্ড অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে সবগুলো রাউন্ড কৃতিত্বের সাথে অতিক্রম করে আমাদের ফুয়াদ ১০ম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখে।
আসন্ন মাহে রমজানের ৫ম, ৮ম, ১১তম, ১৬তম ও ১৯তম দিন সন্ধ্যায় বৈশাখী টিভির পর্দায় আমরা সবাই চুনতির ক্ষুদে প্রতিভা ফুয়াদের পরিবেশনা উপভোগ করতে পারবো ।
রিপোর্ট - রবিউল হাসান আশিক
Make sure you enter the(*)required information