চুনতির স্বাতন্ত্র্য একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান হল শের খানি। এবারের ঈদ আনন্দকে রাঙিয়ে দিয়ে চুনতি ডটকমে শের খানির আয়োজন "কি সুখ আজি সবার মনে" অত্যন্ত সুন্দরভাবে ঈদের দিন রাতে অনুষ্ঠিত হয়। এবারের ঈদে শের খানির করার অন্যতম উদ্দেশ্য ছিল চুনতির ঐতিহ্যমন্ডিত এই আয়োজন যেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সরাসরি দেখতে পারে এবং রেকর্ডগুলো চুনতি ডটকমে (www.chunati.com) পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা ।
দীর্ঘ ৩ ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে শিল্পীবৃন্দ শের খানির গান গেয়ে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন। ১০০ এর অধিক শিল্পী ও অতিথীবৃন্দ কাজী বাড়িতে অনুষ্ঠিত এই শের খানিতে অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শক ফেসবুক লাইভের মাধ্যমে শের খানি উপভোগ করেন। অনুষ্ঠানটি চুনতি ডট কম ফেসবুক পেজ ও চুনতি ডট কম ফেসবুক গ্রুপের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়।
চুনতি ডট কমের এই উদ্যোগ সবার কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। বিশেষ করে চুনতির ইতিহাস ও ঐতিহ্যের অংশ শের খানির গানগুলো সংরক্ষণের যে উদ্যোগ চুনতি ডটকম নিয়েছে তা বিশেষ প্রশংসার দাবিদার।
এই অনুষ্ঠানের সম্পূর্ণ কারিগরি সহযোগিতায় ছিল PageX Technologies
Make sure you enter the(*)required information