মরহুম এস্তেফাজুর রাহমান খাঁন
ওরে রহমান কে পারে বল বুঝিতে তোমার শান
ত্রিভূবনের ডংকা বাজে চৌদ্দভূবন কম্পমান
কে পারে বুঝিতে তোমার শান
অ-খোদা তুরে মারতে নমরুদ
আকাশে চালাইল তীর
নমরুদের প্রাণ শান্ত করলি
লাগাইয়া মাছেরে প্রাণ
মাশারে উছিলা দিয়া
হরিলি কাফেরেরে প্রাণ
কে পারে বল নিতে তোমার শান
খাজা বাবার দেহে ডুকি আজমিরেতে আসন লই
কবর আজাব মাফ করিলি ছালেহ জঙ্গির ঘরে বই
কান্ডারী কান্ডারী হইয়া
কলবেতে অধিস্হান
রাসুলুল্লাহর (সঃ) দেহে ডুকি
ছায়ের করলি মদিনা
ইউনুসেরে মাছের পেটে
রক্ষা করলি যায় শোনা
দো'য়া ইউনুস যারে করলি
জানে সে সারা জাহান
কে পারে বল নিতে তোমার শান।
Make sure you enter the(*)required information