বল দোষকি আমার নেইকি অধিকার প্রিয় তোমায় একটুখানি ভালবাসিবার তবে কেন গো দিয়াছিলে আশা তবে কেন শিখাইলে মোরে ভালবাসা এইকি তোমার ভুল নাকি ছলনা তোমার প্রিয় তোমায় একটুখানি ভালবাসিবার...ঐ তবে কেনগো দিলে গান রচিতে তবে কেন শিখায়িলে গান গাহিতে আমার নেইকি অধিকার তোমায় গান শোনাবার প্রিয় তোমায় একটুখানি ভালবাসিবার...ঐ যখন দেখি স্বপনে জেগে উঠি গোপনে তখন তুমি চুপি চুপি চুমু দিয়ে যাও আমার নেইকি অধিকার তোমায় ঘুম ভাঙ্গাবার প্রিয় তোমায় একটুখানি ভালবাসিবার...ঐ বল দোষকি আমার নেইকি অধিকার প্রিয় তোমায় একটুখানি ভালবাসিবার তবে কেন গো দিয়াছিলে আশা তবে কেন শিখাইলে মোরে ভালবাসা এইকি তোমার ভুল নাকি ছলনা তোমার প্রিয় তোমায় একটুখানি ভালবাসিবার...ঐ
Make sure you enter the(*)required information