আজ কি সুখের দিন দশদেশী সেজে কেন
ধরিছে মধুর তান জগতের মহিয়া
সুমধুর তান ধরিয়া।
সুখ গীতি গাহিয়া
সুমধুর তান ধরিয়া
কল্লোলিনি কল-কল
ঢেউ গুলি ঢল ঢল
ধীরে ধীরে আকূল প্রাণে
প্রাণ উঠেছে নাচিয়া
গগনে গরাজ গন- হয়ে পুলকিত মন
গাহিছে আনন্দ গীতি দূর দিগন্ত ব্যাপিয়া,
পূরবাসি কেন আজ ধরি অভিনব সাঁজ,
তামাম ডালে ডাকছে পাখি
যেন কা্রো শুভ দিনে
Make sure you enter the(*)required information