চুনতি ডট কম স্পোর্টস ডে ২০২৪


চুনতি ডট কমের আয়োজনে দিনব্যাপী ক্রীড়া  প্রতিযোগিতা গত ১৩ এপ্রিল চুনতিতে অনুষ্ঠিত হয়। ১৪ টি ইভেন্টে ১২০ জনের অধিক প্রতিযোগী এই ক্রীড়া  উৎসবে অংশগ্রহণ করেন।এই প্রতিযোগিতার আহ্বায়ক যাহেদুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম।

প্রতিযোগিতার প্রথম পর্ব আনজুমানে নওজোয়ান মাঠে এবং  দ্বিতীয় পর্বে সাঁতার প্রতিযোগিতা সিকদার পাড়া পুকুরে অনুষ্ঠিত হয়।  প্রতিযোগিতায় ১০০ মিটার,  ২০০ মিটার, ৪*১০০ মিটার রিলে,  উচ্চ লাফ, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ, মোরগ লড়াই ও সাঁতার প্রতিযোগিতা দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।  প্রতিযোগিতায় বিজয়ী ৫১ জনকে মেডেল, সার্টিফিকেট ও গিফট দেয়া হয়।

দিন ব্যাপী এই ক্রীড়া উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাঈল মানিক, এডিএম আব্দুল বাসেত দুলাল,ওবাইদুল মান্নান রোকন,ওয়াহিদুল হক, আনোয়ার কামাল, মিনহাজুল আবরার, ডঃ আকম শাহেদ, রশিদ আহমদ চৌধুরী, মোহাম্মদ রহিম, মুজিব উল্লাহ খান, ওলি উদ্দিন মোহাম্মদ, আবু ছাদেক খাঁন, বাবর হোসাইন ছিদ্দিকী, ইন্জিনিয়ার মোহাম্মদ শামীম, নুরুল কবির, নাজমুল আবেদীন ফয়সল, মোহাম্মদ হাসান, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, কফিল উদ্দিন লিটু, ডাঃ মাহমুদুর রহমান, কশশাফুল হক শেহজাদ, খাইরুল আবরার জুলফিক, নজরুল হুদা, কাজি আরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম নিমু,সাজ্জাদ খান, ফরিদ উদ্দিন ছিদ্দিকী,সাদুর রহমান,ওয়াহিদ উদ্দিন আজাদ, মোহাম্মদ সাদ, জাবেদ আব্বাস ছিদ্দিকী,রায়হান উদ্দিন, রফিকুল ইসলাম, ফয়েজ উদ্দিন খান আজগরু,আহসানুল হক রাসেল, মাহমুদ জামান খান,নাজেম উদ্দিন ছিদ্দিকী,শিল্পী আব্দুল হালিম, রবিউল হাসান আশিক, বশির উদ্দিন ফারুকী,মিজানুর রহমান ছিদ্দিকী রাজিন, মোঃ ইব্রাহিম, কাজি রকিবুল ইসলাম, মোহাম্মদ শায়েক, জিল্লুর রহমান, শেখ ছোটন প্রমুখ।

প্রতিযোগিতায় বিচারকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নুরুল কবির, মওদুদুর  রহমান, মোঃ ইউনুস, রাশেদুল হক, আল মোহতাদি, সৈয়দুর রহমান।  এছাড়া বিচারক সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন রাফাত, ইমতিয়াজ, সাইফুল, মোহাম্মদ আরিফ ইয়াসির, সাইফ মুরাদ, শাহেদ, তামহিদ,শাকিল সহ চুনতি ডট কম এর এক ঝাঁক নিয়মিত ভলান্টিয়ার।

এই প্রতিযোগিতাটি স্ট্রিম ইয়ার্ড প্ল্যাটফর্ম এর মাধ্যমে সোশ্যাল  মিডিয়াতে  সরাসরি সম্প্রচারিত হয়। এই সম্প্রচার কার্যক্রমটি পরিচালনা করেন সিঙ্গাপুর থেকে কাজী লতিফুল ইসলাম এবং সহযোগী হিসেবে ছিলেন ফাহিম,সাদমান, সাদিম ও রাইদ।প্রতিযোগিতা চলাকালীন লাইভ সম্প্রচারে কানাডা থেকে যুক্ত হন মিছবাহুল ইসলাম ধনী ও আনোয়ার উল্লাহ সুজাত।

সিনিয়র ক্যাটাগরিতে মোহাম্মদ তাইসির এবং জুনিয়র ক্যাটেগরিতে আসাদুর রহমান মাহাসিনকে চ্যাম্পিয়ন হিসাবে স্পোর্টসম্যানশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Comments

Leave a Replay

Make sure you enter the(*)required information