গত ৫মে উদ্বোধন হওয়া চুনতি লাইটহাউজ পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী, চট্টগ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।৭ মে দুপুরে ঐতিহ্যবাহী চুনতি গ্রামের মরফুয়া ও জেবুন্নেসা বেগম মহিলা এতিমখানা প্রাঙ্গনে প্রতিষ্ঠিত এ নলেজ সেন্টার পরিদর্শন করেন তিনি। এসময় লাইটহাউজের প্রধান পৃষ্ঠপোষক ও ইউনিলিভার কনজ্যুমারস কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ এফসিএমএ,লাইটহাউজের প্রধান স্বপ্নদ্রষ্টা ও দি ওয়ার্ল্ড ব্যাংকের লীড গভার্ন্যান্স স্পেশালিষ্ট-ফাইন্যান্সিয়াল ম্যানেজম্যান্ট মিসেস সুরাইয়া জান্নাত খান এফসিএ, খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদ খান, চুনতি সমিতি ঢাকা'র সেক্রেটারি সাজ্জাদ খান , চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু , চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আনোয়ার কামাল, চুনতি লাইটহাউজের চিফ কো-অর্ডিনেটর রবিউল হাসান আশিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চুনতি লাইটহাউজের উত্তরোত্তর সফলতা কামনা করেন। চুনতি লাইটহাউজে রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন সহ ১৫টি কম্পিউটারের একটি সুদৃশ্য ডিজিটাল ল্যাব, যেখানে দেশের স্বনামধন্য লেখকদের লেখা বইপত্র এবং ই-বুক সংরক্ষিত রয়েছে যা ভবিষ্যত প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সহায়তা করবে।
Make sure you enter the(*)required information