আলহামদুলিল্লাহ, চুনতি ডটকম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অনলাইন কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। এটা ছিল চুনতি ডটকম আয়োজিত ২য় অনলাইন কর্মশালা । ইতোপূর্বে "সামাজিক যোগাযোগ মাধ্যম লিখনশৈলী" বিষয়ে সময়োপযোগী কর্মশালা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও টিভি উপস্থাপক ডঃ সাইফুল হক ফারুকী । ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় সম্মিলিত কোরআন তেলাওয়াত এর মাধ্যমে কর্মশালা শুরু হয় । এবারের কর্মশালা পরিচালনা করেন ডিজিটাল মার্কেটিং বোদ্ধা এম তৌফিকুল আরাফাত, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইনডিসপ্রো ডিজিটাল, ঢাকা । যাহেদুর রহমান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রোটারিয়ান ছাইফুল হুদা ছিদ্দিকী । স্বাগত বক্তব্য রাখেন সিংগাপুর প্রবাসী কাজী লতিফুল ইসলাম । পুরো আয়োজন এর উদ্দেশ্য ও কারিগরি নির্দেশনা উপস্থাপন করেন কাজি শরিফুল ইসলাম । নিবন্ধিত একশ জনের মধ্যে প্রায় ষাট জন নিয়মিত অংশগ্রহণ কারী দুই ঘন্টা ব্যাপি কর্মশালা শ্রবণ ও প্রশ্নোত্তর এর মাধ্যমে প্রাণবন্ত রাখেন।অংশগ্রহণকারী সকলের প্রতি চুনতি ডটকম এডমিন প্যানেল এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। শীঘ্রই প্রত্যেকের ই-মেইল আইডিতে সনদপত্র প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে। পুরো অনুষ্ঠান আয়োজন নির্বিঘ্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন পেইজএক্স টেকনোলজিস এর ফারহান সাদিক।
Make sure you enter the(*)required information