বাংলাদেশের প্রথম ও একমাত্র গ্রামভিত্তিক ওয়েব সাইট চুনতি ডট কম এর পরিচালনা পর্ষদ এবং ঐতিহ্যবাহী চুনতি গ্রামের অন্যতম সামাজিক সংগঠন সিনার্জি ক্লাবের যৌথ উদ্যেগে শীত বস্ত্র বিতরণ কর্মসূচী ৪ঠা ডিসেম্বর’১৫ইং তারিখ চুনতি মুন্সেফ বাজারস্থ দীপিত ক্লাবে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক জনাব রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন মহসিন কলেজের ছাত্র আবু রাফে মোহাম্মদ জোবাইর। কসশাফুল হক শেহজাদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনার্জি ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, দীপিত ক্লাবের সংগঠক মোহাম্মদ ইউনুচ,রাজনীতিবিদ তৈয়বুল হক বেদার, ওবাইদুল হক,মছিহুল আজিম খান ছিদ্দিকী,বিশিষ্ট আইনজীবি এডভোকেট মিনহাজুল আবরার, বিশিষ্ট রাজনীতিবিদ আনিছউল্লাহ,চুনতি কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুল হক খোকন এবং চুনতি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দীন মোহাম্মদ মানিক।
সভায় বক্তাগণ এ ধরণের একটি মহতি উদ্যোগের জন্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেখানে যুব সমাজ নৈতিক অবক্ষয়ের দিকে পতিত হচ্ছে সেখানে চুনতি ডট কম ও সিনার্জি ক্লাবের যুব সদস্যদের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বক্তাগন চুনতির অন্যান্য ক্লাবসমূহের প্রতিও সমাজের নানা উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান।
সভার শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন
Make sure you enter the(*)required information