চুনতি ডট কম ভলান্টিয়ারদের এক মিলনমেলা গত ৪ই মে চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা প্রাংগনে অনুষ্ঠিত হয়।এই উপলক্ষে এক পিকনিকের ও আয়োজন করা হয়। যাহেদূর রহমানের সঞ্চালনায় উত্ত অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনের মাধ্যমে চুনতি ডট কম ওয়েবসাইটকে ভলান্টিয়ারদের মধ্যে উপস্হাপন করেন কাজী শরিফুল ইসলাম। চুনতি ডট কমের প্রত্যেকটা সেকশন আলাদাভাবে উপস্হাপন করা হয়, সাথে আগত ভলান্টিয়াররা কিভাবে চুনতি ডট কম সমৃদ্ধকরণে অবদান রাখতে পারবে সেটা নিয়ে বিস্তারিত ধারণা দেয়া হয়। পরবর্তীতে ভলান্টিয়াররা নিজেদের পরিচিতি ও চুনতি ডট কম সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন কাজী আরিফুল ইসলাম ও নাইম নিমু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাদুর রহমান, নজরুল হুদা, কাজী শাহেদুল ইসলাম, রবিউল হাসান আশিক, আশরাফ, রিয়াজ, টিটু, ইব্রাহিম, রাকিব,সাইদ, আজিম, ইয়াসির, মুরাদ, তামহিদ, শাহেদ, আফ্রিদি প্রমুখ। ১২০ জনের অধিক ভলান্টিয়ার এই মিলনমেলায় অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শেষ অংশে পিকনিকের খাবার পরিবেশন করা হয়।
Make sure you enter the(*)required information