Forum



Author Topic: রোগী কল্যাণ সহায়তা তহবিল (Read 1603 Times)

Saiful Huda Siddiquee

  • "Chunati. "
  • 031-2853031, 01819-328359
  • shsiddiquee@yahoo.com
রোগী কল্যাণ সহায়তা তহবিল
« on: 07 Jul 2015 »

চুনতীর গরীব দুঃস্থ অসহায় মানুষের কল্যাণার্থে রোগী কল্যাণ সহায়তা তহবিল গঠন
এবং এই বিষয়ে একটা নীতিমালা প্রণয়ন।
যে কোন রোগ ব্যাধি মানুষের স্বাভাবাবিক জীবনকে মারাত্নক ভাবে ব্যহত করে অসহায় করে তোলে। বিশেষ করে আর্থিক সহায় সম্বলহীন গরীব ও বিধবা রোগীদের জন্য অসুস্থতা বিষয়টি আরো বেশী অসহনীয়।সামাজিক ভাবে এবং একজন প্রতিবেশী হিসাবে রোগগ্রস্থ দরিদ্র মানুষকে তাদের মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার জন্য সামাজিকভাবে আমাদের একত্রে কাজ করতে হবে। পবিত্র রমজান মাস উপলক্ষে চট্রগ্রাম শহরে প্রতি বৎসর চুনতিডটকম আয়োজিত ইফতার মাহফিল চুনতী বাসীর মিলন মেলা এবং একে কেন্দ্র করে চুনতী বাসীর মাঝে সুন্দর ও সুদৃঢ় বন্ধনকে আরো সমৃদ্ধশালী ও বিকশিত করার জন্য রোগী কল্যাণ সহায়তা তহবিল গঠন করার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। এই পবিত্র রমজান মাসেই নাযিল হয় পবিত্র কোরআন শরীফ। আর পবিত্র কোরআন নাজিলের কারণে রমজান মাসের এতো ফজিলত এ মাস অনেক অধিক মর্যাদার মাস। “মানুষ মানুষের জন্য” এই আবেদনকে সামনে রেখে সবার প্রতি বিনীত অনুরোধ আসুন আমরা আমাদের প্রিয় গ্রাম চুনতীর গরীব দুঃস্থ অসহায় মানুষের কল্যাণার্থে রোগী কল্যাণ সহায়তা তহবিল গঠনে নিজে অংশগ্রহন করি এবং অপরকে অনুরোধ করি এতে সামিল হওয়ার জন্য।
দুঃস্থ রোগীদের কল্যাণে সহযোগিতার হাত বাড়ালেই প্রাণ ফিরে পেতে পারে একজন দুঃস্থ মুমূর্ষু রোগী।
এই তহবিলের উৎস হবে সমাজসেবী ও দানশীল ব্যক্তির দান ও যাকাত।এবং একটি ব্যাংক হিসাব পরিচালনার মাধ্যমে যথাযত একটা কমিটি করে এই তহবিল পরিচালনা করা হবে।
আমাদের মূল কার্যাবলী হবে

রোগী কল্যাণ সহায়তা তহবিল সংগ্রহ
রোগী কল্যাণ সহায়তা তহবিল পরিচালনা
দরিদ্র ও অসহায় রোগী চিহ্নিতকরণ
রোগীর চাহিদা নিরূপন
রোগী চাহিদা অনুযায়ী/ অথবা তহবিলের আর্থিক ক্ষমতা অনুযায়ী সহায়তা প্রদান

এই বিষয়ে সবার সহযোগীতা ও মতামতের অনুরোধ রইল।