Forum



Author Topic: আশ্চর্য বর্ষা (Read 1962 Times)

Anwar

  • Chunati (Bagan Para)
  • 01833052324
  • anu.cnt@gmail.com
আশ্চর্য বর্ষা
« on: 25 Jul 2015 »

আশ্চর্য বর্ষা, তুমি আশ্চর্য! তোমার অবিরাম বর্ষণ ছুঁয়ে যায় কবির মন। তোমার ছন্দে দোলে উতরোল প্রেমিকের স্মৃতি। শৌখিন শিল্পীর তুমি উপযোগ-প্রেরণা, তুমি সুরদেব, তুমি চিত্রের ব্যঞ্জনা।
আশ্চর্য বর্ষা, তুমি আশ্চর্য! তোমার জলধারা কেড়ে নেয় অভাগার স্বপ্ন। তোমার সৃষ্ট শৈল্পিক জল স্রোতে ভেসে যায় অগণিত স্বপ্নের মুকুল। সেই সব স্বপ্ন আমাদের কৃষকের, দিন-মজুরের, ভূমিহীন না-মানুষ পথিকের!