Forum



Author Topic: Let's have the only platform under the canopy of www.chunati.com (Read 2991 Times)

Zahed Rahman

  • S/o : Abed & Bulu , Enayet Ali Ukil Bari, Chunati
  • 01819383870
  • zahed.zahed@yahoo.com
Let's have the only platform under the canopy of www.chunati.com
« on: 11 Jul 2017 »

সুদুর অতীত হতে বর্তমান অবধি, কালের শ্রেষ্ঠ কিছু সন্তান এর অনবদ্য অবদানে সিক্ত ও উন্নয়নে সুশোভিত প্রকৃতির অপরূপ সাজে অলংকৃত অনন্য এক জনবসতি " চুনতি"।

শিক্ষা-দীক্ষা, ধ্যান-ধারণা, ধর্মীয় চেতনা-বিশ্বাস ও লালন, সাংস্কৃতিক চচা ও পালন, সামাজিক আচার-কাচার সকল ক্ষেত্রেই চুনতি ও এর জনগণ মধ্যম-পন্থার ধারক ও বাহক।
আমাদের এ ঐতিহ্যগত ধারাবাহিকতা যেমনি উচ্চাসীন তেমনি ইরষণীয়।

তথ্যপ্রযুক্তির চরম শিখরে আজ আমরা,
এরই অনন্য সৃষ্টি ওয়েবপেইজ www.chunati.com

চুনতি ডটকম ই হোক আমাদের স্থায়ী প্লাটফরম যা ঐতিহ্যগত ধারাবাহিকতা কে বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে অনন্তকাল অবধি।

Viber একটি ক্ষণস্থায়ী ও স্বল্পপরিসর মাধ্যম, সাময়িক আনন্দ-বেদনার বাহন মাত্র।

"প্রিয় চুনতি" বাসীদের প্রতি আবেদন dot com ভিজিট করুন, Who is Where এ ব্যাক্তিগত তথ্যাদি প্রদানপূর্বক আপনার / আপনাদের / তোমাদের প্রোফাইল আপডেট দিন।

নতুন আংগিকে সাজানো চুনতি ডটকম আপনাদের ছোঁয়ায় সন্মৃদ্ধ হোক।

প্রোফাইল তথ্যাদি সম্পাদনা পুরবক একটি স্মারক ডাইরেক্টরি প্রকাশনা হোক আমাদের আগামী দিনের অভিষ্ট অভিপ্রায়।