আমাদের বাবা মরহুম আফতাব উদ্দিনকে "চুনতি হাকিমিয়া সিনিয়র মাদ্রাসা" কর্তৃক প্রদত্ত একটি প্রশংসাপত্র। সম্ভবত ১৯৫২ সালে ফাজিল পাস এর পরে পেশাগত কোন কারণে এর প্রয়োজন হয়েছিল। অবশ্য ঐ সময়ে আমার বাবা তাঁর অপর বন্ধু ১ বছরের জুনিয়র মরহুম মুসলিম খান চাচা ও মরহুম এশফাক হোসেন ভাইসহ অপর ২/১ একজন মেধাবী ছাত্র সহকারে চূড়ান্ত পরীক্ষায় পাশের পর পর উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানি। ঐ সময়ে সম্ভবত মাদ্রাসায় কিছুটা আর্থিক দুরাবস্থা চলছিল ও শিক্ষকদের বেতন দেয়ার সক্ষমতা সাময়িক কোন কারনে কমে গিয়েছিল। অবশ্য কয়েক বছরের মধ্যেই আমার বাবা চকরিয়া বদরখালী কলোনাইজেশন হাইস্কুলে শিক্ষক পদে যোগ দেন।
ওয়াহিদ আজাদ ; ২২.০৫.২০২২
Make sure you enter the(*)required information