ঐতিহ্যবাহী চুনতি মাদ্রাসার একটি পুরনো দলিল

ওয়াহিদ আজাদ



আমাদের বাবা মরহুম আফতাব উদ্দিনকে "চুনতি হাকিমিয়া সিনিয়র মাদ্রাসা" কর্তৃক প্রদত্ত একটি প্রশংসাপত্র। সম্ভবত ১৯৫২ সালে ফাজিল পাস এর পরে পেশাগত কোন কারণে এর প্রয়োজন হয়েছিল। অবশ্য ঐ সময়ে আমার বাবা তাঁর অপর বন্ধু ১ বছরের জুনিয়র মরহুম মুসলিম খান চাচা ও মরহুম এশফাক হোসেন ভাইসহ অপর ২/১ একজন মেধাবী ছাত্র সহকারে চূড়ান্ত পরীক্ষায় পাশের পর পর উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানি। ঐ সময়ে সম্ভবত মাদ্রাসায় কিছুটা আর্থিক দুরাবস্থা চলছিল ও শিক্ষকদের বেতন দেয়ার সক্ষমতা সাময়িক কোন কারনে কমে গিয়েছিল। অবশ্য কয়েক বছরের মধ্যেই আমার বাবা চকরিয়া বদরখালী কলোনাইজেশন হাইস্কুলে শিক্ষক পদে যোগ দেন।

 

ওয়াহিদ আজাদ ; ২২.০৫.২০২২


১৯৪০ সালের দলিল



 

 




Comments

Leave a Replay

Make sure you enter the(*)required information