এটি চুনতি ছিদ্দিকী বংশের পারিবারিক শজরা। এটি আমি আমার ভাগ্নে ও বন্ধু আকিদ থেকে সংগ্রহ করেছি। মুলত এখানে মরহুম মুফতি মাহফুজুর রহমান ছিদ্দিকী রহ থেকে হযরত ছিদ্দিকে আকবর রাঃ এর নাম লিখা আছে।
চুনতির বড় মাওলানা মরহুম হযরত আব্দুল হাকিম ছিদ্দিকী রহ হলেন হযরত ছিদ্দিকে আকবর রাঃ এর ৩৪ তম বংশধর। আলহামদুলিল্লাহ আমার প্রপিতামহ হযরত শাহ মাওলানা ফজলুল হক ফারুকী রহঃ এর আম্মাজান মরহুম কলিমুন্নিছা রহঃ এর পিতা হলেন গাজীয়ে বালাকোট হযরত শাহ মাওলানা আব্দুল হাকিম ছিদ্দিকী রহ।
চুনতি ডেপুটি বাড়ির প্রাণ পুরুষ হযরত মাওলানা নাসির উদ্দিন ছিদ্দিকী (ডেপুটি সাহেব) ছিলেন হযরত শাহ মাওলানা আব্দুল হাকিমের রহঃ ছোট ভাই। ডেপুটি সাহেবের তিনপুত্র যথাক্রমে মাওলানা আজিজ উল্লাহ খান ছিদ্দিকী রহ, মাওলানা তৈয়ব উল্লাহ খান ছিদ্দিকী রহঃ এবং মাওলানা ফয়েজ উল্লাহ খান ছিদ্দিকী রহঃ । হযরত শাহ মাওলানা আজিজ উল্লাহ খান ছিদ্দিকী রহঃ এলাহাবাদের বিচারপতি পরে শাহরামপুরের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি অনবরত ১২ বছর রোজা রাখেন। গভীর রাতে গোসলের সময় পেটের নাড়িভুঁড়ি বের করে পরিষ্কার করে আবার পেটে ঢুকিয়ে দিতেন। উনার মাযার ভারতের দেওবন্দ মাদ্রাসা সংলগ্ন।
হযরত আজিজ উল্লাহ খান ছিদ্দিকীর রহ পুত্র হলেন সাবেক চুনতির পীর সাহেব হযরত শাহ মাওলানা সাইফুল্লাহ খান ছিদ্দিকী রহ। উনি কাদেরিয়া তরিকায় হযরত শাহ মাওলানা সাইয়্যিদ আব্দুল হামিদ বাগদাদী রহ থেকে খেলাফত লাভ করেন। হযরত মাওলানা সাইফুল্লাহ খান ছিদ্দিকী রহ এর নানা হলেন হযরত শাহ মাওলানা শুকুর আলী মুন্সেফ রহঃ আর হযরত শুকুর আলী মুন্সেফ রহঃ এর নানা হলেন সাতগড়ের বুড়া মাওলানা হুজুর খ্যাত হযরত শাহ মাওলানা সাইয়্যিদ আতাউল্লাহ হুসাইনী রহঃ। হযরত শাহ মাওলানা আতাউল্লাহ হুসাইনী রহঃ ছিলেন আল্লাহর রাসুলের সাঃ ৩৭ তম বংশধর। তার পিতামহ হলেন দিল্লীর প্রখ্যাত আউলিয়া হযরত সাইয়্যিদ লাল শাহ রহঃ।
হযরত মাওলানা সাইফুল্লাহ খান ছিদ্দিকি রহ এর কনিষ্ঠ পুত্র হলেন মরহুম কাসেম খান রহ আর জনাব কাসেম খান এর বড় মেয়ে আমার আম্মা জনাবা রওনক আফজা খানম হলেন খলিফাতুর রাসুল সাঃ হযরত আবু বকর ছিদ্দিক রাঃ এর ৩৮ তম বংশধর। বিঃ দ্রঃ চুনতির দানবীর খ্যাত হযরত মাওলানা নাসির উদ্দিন ছিদ্দিকী রহঃ তার বংশধরদের নামের শেষে ছিদ্দিকী লিখতে নিষেধ করেছেন, কারণ হিসেবে তিনি বলেছেন ভবিষ্যতে তাদের মধ্যে অনেকে মিথ্যা কথা বলবেন।
Make sure you enter the(*)required information