১৯৫৫ খ্রিস্টাব্দে একই প্রতিষ্ঠান হতে ছুয়াম (আলিম) ১ম বিভাগে ১৬শ স্থান এবং ১৯৫৭ খ্রিস্টাব্দে উলা (ফাযিল) ১ম বিভাগে ৫ম স্থান অধিকার করে বিরল কৃতিত্বের স্বাক্ষর রাখেন। চুনতি হাকিমিয়া সিনিয়র মাদরাসায় তাঁর উস্তাদদের মধ্যে মওলানা আবু তাহের মুহাম্মদ নাযের (১৩৪১ হি./১৯২২ খ্রি.-১৪০৬ হি./ ১৯৮৫ খ্রি.), মওলানা মোজাফফর আহমদ (১৩২২ হি./ ১৯০৪ খ্রি.-১৩৯১ হি./ ১৯৭১ খ্রি.), মওলানা মুহাম্মদ আমীন (মৃ. ১৪২০হি./ ১৯৯৯ খ্রি.), মওলানা রশিদ আহমদ (১৩৩৯ হি./ ১৯২০ খ্রি.- ১৪৩৪ হি./ ২০১২ খ্রি.), মওলানা মুহাম্মদ কাসেম (১৩৪৬ হি./ ১৯২৭ খ্রি.-১৪৩৩ হি./ ২০১১ খ্রি.) ছিলেন অন্যতম।
Make sure you enter the(*)required information