#শ্রাবণের মেঘ#মারজিয়া খানম সিদ্দিকা০৫।০৮।২০২৫বরষার পুঞ্জীভূত কালো মেঘ উদাস করে আমায়,আবার কখনও অঝোর ধারা অবিরাম শান্তি নামায়।কখনও বা মেঘের হাতছানিতে হারিয়ে স্নিগ্ধতা, বহমান নদী তেড়েফুড়ে ওঠে প্রসারে ভঙ্গুরতা।কলকলিয়ে বয়ে চলে অন্তহীন পরাবর্ত বেলা, সময় সাথে নিয়ে যায় বৃষ্টি ভেজা পাখির মেলা।অতলান্তে ধেয়ে আসা ঝর্ণা ধারা তৈরি করে মেলবন্ধন, পাহাড়ের ঢালে অগুণতি পথে শিরদাঁড়া খাড়া বৃক্ষ চন্দন।শ্রাবণ মেঘের ছলচাতুরী উড়ে উড়ে চলছে সে, কখনও শখের বশে অভ্যঞ্জন গড়ায় অবশেষে।
Make sure you enter the(*)required information