আজ বুধবার বাদে মাগরিব চট্টগ্রাম শহরস্থ (IIUC) লিয়াজো অফিসে www.Chunati.com এর কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত কার্যকরী সভায় www.chunati.com সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশ নেন জনাব ঈসমাইল মানিক , ছাইফুল হুদা ছিদ্দিকী, কসশাফুল হক শেহজাদ, কাজী আরিফুল ইসলাম, যাহেদুর রহমান, কাজী লতিফুল ইসলাম, নুরুল ইসলাম ছিদ্দিকী, মোহাম্মদ নাঈম নিমু , মিজান উদ্দীন খান বাবু, মোহাম্মদ রফিকুল ইসলাম, শাহাদত খান ছিদ্দিকী, মোহাম্মদ ইউনুস, ফরিদ উদ্দীন ছিদ্দিকী, মাহমুদুর রহমান তোয়াব ছিদ্দিকী, মুহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ কুতুব উদ্দীন, তামহিদুর রহমান, সোহাফ হোসাইন,বাহাদুর, আরিফ ইয়াসির,মঈনুল আহসান,ইব্রাহিম খান,সাইফুদ্দিন মুরাদ,আরমান উদ্দীন,জাবেদ আব্বাস ছিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় মূল এজেন্ডা উপস্থাপন করেন কাজী লতিফুল ইসলাম।
তিনি www.chunati.com কে নতুন আঙ্গিকে সাজানোর জন্য বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন। www.chunati.com কে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে চুনতীর ভ্রাতৃত্ব বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষে চুনতি ইউনিয়নভুক্ত সকল জনসমষ্টিকে একই প্লাটফর্মে আনার প্রস্তাব গৃহিত হয়। ফলে চুনতীর যে কোন ব্যাক্তি অতি সহজেই চুনতি ডটকমের সাথে সম্পৃক্ত হতে পারবে। চুনতি ডটকমের কার্যক্রম পরিচালনার জন্য একটি আলাদা কোরডিনেন্ট কমিটি করে চুনতি ডটকমকে আরো গতিশীল করার জন্য বিভিন্ন পরামর্শ গৃহীত হয়।
চুনতি ডট কম এর নতুন আঙ্গিকে পদার্পন - শুভকামনা রইলো।
চুনতি ডট কমের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আপনাদের গৃহীত উদ্যোগটি নিঃসন্দেহে সাধুবাদের দাবীদার। আপনাদের মতো আমিও আশা রাখি এই প্রয়াস সকল চুনতিবাসীর মধ্যে ভাতৃত্ববোধ / বন্ধন দৃঢ করবে ইনশাল্লাহ
Make sure you enter the(*)required information