আলহামদুলিল্লাহ্, লোহাগাড়া-সাতকানিয়ার মাননীয় সংসদ সদস্য ড. আবু রেজা মোহাম্মদ নেজামু্দ্দীন নদভী কতৃর্ক প্রদত্ত চুনতী সীরাত মাহফিলের রন্ধন বিভাগ, পরিবেশন বিভাগ, এবং মসজিদের বায়তুল্লাহর জন্য মোট পাঁচশ ওয়াট সৌর বিদ্যুৎ প্যানেল এমপি সাহেবের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পরিষদের মাননীয় সদস্য এবং চুনতীর কৃতি সন্তান জনাব আলহাজ্ব আনওয়ার কামাল চুনতী সীরাতুন্নবী (সঃ) মাহফিলের অফিস সেক্রেটারি জনাব আব্দুল মান্নানকে হস্তান্তর করেন। এ ছাড়াও চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার এতিম খানায় ১০০ ওয়াট, চুনতী স্কুলে ১০০ ওয়াট, চুনতী মহিলা ডিগ্রী কলেজে ১০০ ওয়াট সৌর বিদ্যুৎ প্যানেল উক্ত প্রতিষ্ঠান গুলোর নিজ নিজ প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুনতী সীরাতুন্নবী (সঃ) মাহফিলের সেক্রেটারি জেনারেল জনাব মাও: আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, উপস্থিত ছিলেন মাহফিলের মতোয়াল্লি কমিটির অন্যতম সদস্য জনাব এ, বি, এম কফিল উদ্দীন এবং আরও অনেকে। এ ছাড়াও চুনতীর বিভিন্ন জায়গায় সর্বমোট ২১০০ ওয়াট সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণ করা হয়। আমরা চুনতীবাসি মাননীয় সংসদ সদস্য এবং চুনতীর কৃতি সন্তান জনাব আনওয়ার কামালের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
Make sure you enter the(*)required information