প্রতিবছরের ন্যায় এবারও ২৩ অক্টোবর রোজ মঙ্গলবার বাদে মাগরিব রীমা কনভেনশন সেন্টারে ( জামাল খান, চট্টগ্রাম) ৪৮ তম ১৯ দিন ব্যপী সীরতুন্নবী (স.) মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ। এতে এলাকার মুরব্বিবৃন্দ ও মূল কমিটি এবং উপ-কমিটির সদস্যবৃন্দের উপস্তিতিতে বাজেট পরিকল্পনা, রশিদ বই বিতরণ ও মাহফিলে সীরাতুন্নবী (স.) এর সামগ্রিক পরিচালনা সম্পর্কে বিশদ আলোচনা করা হবে।
এতে আপনারা শুভানুধ্যায়ীদের উপস্তিতি একান্ত কাম্য।
উল্লেখ্য যে, আগামী ১৯শে নভেম্বর হতে শুরু হতে যাচ্ছে হযরত শাহ সাহেব কেবলা (রহ.) কতৃক প্রবর্তিত ঐতিহ্যবাহী ১৯ দিন ব্যপী ৪৮ তম সীরতুন্নবী (স.) মাহফিল।
চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম।
Make sure you enter the(*)required information