লোহাগাড়ার চুনতীতে আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিল। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
অলিকুল শিরোমনি মরহুম মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব (র.) কতৃক প্রবর্তিত এ মাহফিলের খরচ আঞ্জাম দেয়ার জন্য এবার বাজেট নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা।
মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর রীমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।
মুতাওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মাহফিলের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব ইসমাঈল মানিক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এডিএম আব্দুল বাসেত, লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আবচার, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জুনাঈদ, তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সভাপতি শামশুল আলম, প্রবীণ আলেম মাওলানা কাজী নাছির উদ্দিন, ডা. গোলাম কিবরিয়া, চুনতী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, কাজী আরিফুল ইসলাম,ছাইফুল হুদা সিদ্দিকী, মিয়া গোলাম কবীর, আলহাজ্ব আবু তাহের, শাহসাহেব কেবলার দৌহিত্র আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, তৈয়বুল হক বেদার, শফিক আহমদ চৌধুরী, ইদ্রিস মিনহাজ, জাফর সাদেক মিয়াজী, মসিহুল আজিম খান ছিদ্দিকি, মোহাম্মদ নাঈম, এডভোকেট মিনহাজুল আবরার, কাজী জুয়েল, আবু হেনা টুটুল, শাহাদাত খান ছিদ্দিকী, মুহাম্মদ ইব্রাহীম, কুতুবউদ্দিন, আজিমুল ইসলাম প্রমুখ। সার্বিক সহযোগিতায় Chunati.com এর সেচ্ছাসেবক বৃন্দের মধ্যে ইয়াছির, তমহিদ, মুরাদ, শাহেদ, মঈনুদ্দীন, আফ্রিদি, ফাহিদ, সুজাত এবং চুনতীর বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ। এছাড়া সভায় দেশের বিভিন্ন স্থানে উপকমিটিসমূহের কার্যক্রম নিয়ে প্রতিবেদন ও গতবছরের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন চট্টগ্রাম মজিদিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মৌলানা শরাফত হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুনতী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব হাফিজুল হক নিজামী। এবং সমাপনী বক্তব্য রাখেন জনাব ইসমাঈল মানিক। প্রায় দেড় হাজার লোকের উপস্থিতিতে মিলাদ এবং মোনাজাত শেষে তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন জনাব হাফিজুল হক নিজামী।
উল্লেখ্য, এবার ৪৮তম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯দিনব্যাপী এই মাহফিল এতদঅঞ্চলের সবচেয়ে বড় জমায়েত। প্রতিবছর দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, পাকিস্তান, মিয়ানমার থেকে ধর্মপ্রাণ তৌহিদি জনতা এই মাহফিলে উপস্থিত হন। আগতদের জন্যে প্রতিদিন তাবাররুকের আয়োজন করা হয়। বিশেষ করে আখেরি মোনাজাতে লাখ লাখ মুসল্লী অংশ নেয়।
Make sure you enter the(*)required information