চুনতি সমিতি ঢাকা’র সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতিবছর শিক্ষাবৃত্তি বিতরণ একটি নিয়মিত কার্যক্রম। বিগত ২০১৪ ইং সাল থেকে চুনতি গ্রামের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের শিক্ষাবৃত্তি কার্যক্রম শুরু করা হয়েছে এবং আগ্রহী প্রার্থীদেরকে নিম্নবর্ণিত নিয়মাবলী অনুসারে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছেঃ
নিয়মাবলী: বৃত্তির আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত মানদণ্ডগুলি পূরণ করতে হবে:
১। বৃত্তি শুধুমাত্র শিক্ষা কার্যক্রমের সুবিধার্থে প্রদান করা হবে। এই বৃত্তির যোগ্যতা অর্জনের জন্য, আবেদনকারীদের নিম্নলিখিত ক্যাটাগরির যেকোন একটিতে আবেদন করতে হবেঃ
ক. মেধাবী ও অসচ্ছল
খ. যাকাত ক্যাটাগরি (যেসব শিক্ষার্থী ইসলামিক বিধান মতে যাকাত তহবিল থেকে আর্থিক সহায়তা নেওয়ার মতো যোগ্যতা রাখেন এবং স্বেচ্ছায় যাকাত তহবিলের টাকা গ্রহণ করতে ইচ্ছুক)।
২। শিক্ষার্থীদের আগামী ২০ মে ২০২২ থেকে ১০ জুন ২০২২ এর মধ্যে www.csd.chunati.com এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ।
ক) আবেদনের যোগ্যতাসমূহ:
১) মেধাবী ও অসচ্ছল ক্যাটাগরি অধ্যয়নরত শ্রেণিঃ নবম থেকে দ্বাদশ (HSC Candidates)বিগত বোর্ড পরীক্ষায় নূন্যতম জিপিএ (JSC/JDC/SSC/DAKHIL/HSC/ALIM) ঃ জিপিএ ৫ (এ প্লাস গ্রেড)২) যাকাত ক্যাটাগরিঅধ্যয়নরত শ্রেণিঃ নবম থেকে স্নাতকোত্তরবিগত বোর্ড পরীক্ষায় নূন্যতম জিপিএ (JSC/JDC/SSC/DAKHIL/HSC/ALIM) ঃ জিপিএ 8 (এ গ্রেড)খ) অনুমোদিত প্রতিষ্ঠানের নাম ঃ• চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা• চুনতি সরকারি মহিলা কলেজ• চুনতি উচ্চ বিদ্যালয়• চুনতি ফাতেমা বতুল মহিলা মাদরাসা• চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়• বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়গ) অধিবাসী/ স্থায়ী নিবাসঃ শুধুমাত্র চুনতি গ্রামের স্থায়ী অধিবাসী শিক্ষার্থী
* উল্লেখ্যঃ বিজ্ঞান শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৩। বৃত্তির যোগ্যতার জন্য আবেদনকারীকে যা প্রদান করতে হবে:
৪। স্কলারশিপের সময়কাল প্রাথমিকভাবে ০১ (এক) বছর। শিক্ষার্থীদের পড়াশোনা এবং লেখাপড়ার কোনও বিরতি থাকা গ্রহণযোগ্য নয় (ব্রেক অফ স্টাডি)।
৫। বৃত্তি কমিটি আবেদন ফর্মে প্রদত্ত তথ্য এবং মাঠপর্যায়ে যাচাই-বাছাই পূর্বক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। আয়ের তথ্য যথাযথ প্রক্রিয়ায় যাচায়-বাছাই করা হবে। যেকোন প্রকারের মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা হলে এবং তা প্রমানিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
৬। বৃত্তি সংক্রান্ত বিষয়ে চুনতি সমিতি ঢাকা’র কার্যনির্বাহী কমিটি ও শিক্ষাবৃত্তি উপ কমিটি’র গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। একাধিক আবেদন গ্রহণযোগ্য নয়। যে কোন ধরনের অনুরোধ/ সুপারিশ আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
৭। অনলাইন অ্যাপ্লিকেশন বা প্রযুক্তিগত সহায়তা সম্পর্কিত যে কোনও সমস্যার জন্য যোগাযোগের ঠিকানাঃ
ওয়েবলিঙ্কঃ www.csd.chunati.com
ই-মেইলঃ csd.chunati@gmail.com
ফেসবুক পেইজঃ চুনতি সমিতি, ঢাকা (www.facebook.com/csd.chunati)
Make sure you enter the(*)required information