হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব হুজুর চুনতী কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯দিন ব্যাপি সীরতুন্নবী (সঃ) মাহফিল এর ৫২তম অনুষ্ঠান আগামী ১১ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি, ২৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ ৮ অক্টোবর ২০২২ ইং শুরু উপলক্ষে মতোওয়াল্লী কমিটির সভা ৮ আগষ্ট বাদ মাগরিব চট্টগ্রাম শহরের মিনহাজ কমপ্লেক্সে আলহাজ্ব হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাওলানা আব্দুল মান্নান এর কোরআন তেলাওয়াত শেষে আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল মানিক সভায় উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন এজেন্ডা পর্যায়ক্রমে উপস্থাপন করেন ও মাহফিল এর কার্যক্রম বিষয়ে বিভিন্ন কাজের অগ্ৰগতি পর্যালোচনা করা হয়।মাহফিল আয়োজনে প্রচার এর নিমিত্তে প্রকাশনা সামগ্রী (অনুষ্ঠান সূচি ব্যতিত) চাহিদা মোতাবেক মুদ্রণ উপকমিটির তত্বাবধানে ইতোমধ্যে শাহ মনজিল পৌঁছানো হয়েছে মর্মে অবহিত করেন নির্বাহী সদস্য যাহেদুর রহমান ও আলহাজ্ব মোহাম্মদ নাঈম নিমু।
বক্তা যোগাযোগ ও নিশ্চায়ন শেষে আগামী ১৪ আগষ্ট এর মধ্যে পূর্ণাঙ্গ তালিকা সহ প্রোগ্রাম বই এর খসড়া প্রকাশ করবেন জানিয়েছেন মাওলানা অলি উদ্দিন মোহাম্মদ। সীরত মাহফিল এর জন্য লাকড়ি ও প্যান্ডেল তৈরির জন্য সরঞ্জামাদি ক্রয়ের জন্য থোক বরাদ্দ নিয়ে আলোচনা করেন মতোওয়াল্লী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে আলহাজ্ব মিয়া গোলাম কবির, আলহাজ্ব আমিন আহমদ খান জুনু মিয়া, আলহাজ্ব শাহনেওয়াজ, আলহাজ্ব শফিক আহমদ চৌধুরী, আলহাজ্ব এডিএম আবদুল বাসেত দুলাল, আলহাজ্ব মাহবুবুল হক, মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, আব্দুল ওয়াহেদ খালেদ, আলহাজ্ব ইদ্রিস মিনহাজ প্রমূখ।
মাহফিল এর তবারুক প্রস্তুতি রসদ সরবরাহ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন নির্বাহী সদস্য আলহাজ্ব কাজী আরিফুল ইসলাম ।এতে আরো উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য সাইফুদ্দিন মোহাম্মদ তারেক , সাঈদুল হাসান মাশুক প্রমূখ।আলহাজ্ব ইদ্রিস মিনহাজ এর সৌজন্যে বৈকালিক নাস্তা এবং সভা শেষে রাতের খাবার পরিবেশন করা হয়।সভা আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন নির্বাহী কমিটির সদস্য হাফিজুর রহমান ছিদ্দিকী আকিদ।
রির্পোটঃ যাহেদুর রহমান
Make sure you enter the(*)required information