ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক সীরতুন্নবী (সঃ) মাহফিলে এর ৫২তম আসর আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে।এ উপলক্ষে মাহফিলের উপ-কমিটির সাধারণ সভা গত ১২ই আগস্ট, শুক্রবার সকাল ১০টায় সীরাত ময়দান সংলগ্ন হল রুমে অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব মাওলানা শাহ হাফিজুল ইসলাম মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহিম কবির, সীরাতুন্নবী (সঃ) মাহফিলের সার্বিক কার্যক্রমের প্রধান সমন্বয়ক আলহাজ্ব ইসমাইল মানিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনচুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী। মাহফিলের উপ-কমিটি ভিত্তিক কার্যক্রমের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কিত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপ-কমিটি কার্যক্রমের প্রধান শাহাজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত।
শাহজাদা তৈয়বুল হক বেদার ও সুলতান মুহাম্মদ রাফির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানি, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নাজিম উদ্দিন ও বড়হাতিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহমান, নির্বাহী কমিটির সদস্য কাজী আরিফুল ইসলা, মাওলানা অলি উদ্দিন মুহাম্মদ, এডভোকেট মিনহাজুল আবরার।এছাড়াও রিয়াজুদ্দিন বাজার উপ-কমিটির পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ ইব্রাহীম, টেকনাফ শাখার পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ নুরুচ্ছাফা, লোহাগাড়া বণিক সমিতির পক্ষে বক্তব্য রাখেন সাত্তার সিকদার, পদুয়া ইউনিয়ন পরিষদের পক্ষে বক্তব্য রাখেন ২নং প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, বড়হাতিয়ার মাস্টার নাছির আহমদ, চুনতি ৮নং ওয়ার্ডের আবদুল মান্নান সিকদার সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত উপ-কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ও দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাফর ছাদেক। আলোচনা সভা শেষে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়।
Make sure you enter the(*)required information