১৯ দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলে সীরাতুন্নবী (স:) এর ৫২তম আসর আগামি ৮ অক্টোবর চুনতির সিরাত ময়দানে শুরু হবে। এই উপলক্ষে এক প্রস্তুতি সভা ১৪ সেপ্টেম্বর, বুধবার চট্টগ্রাম নগরীর জামালখানস্থ রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। উত্ত সভায় এই বছর সীরাত মাহফিলের জন্য তিন কোটি টাকার বাজেট ঘোষণা করা।
মোতাওয়াল্লি কমিটির সভাপতি ও মাহফিলের প্রবর্তক মরহুম শাহ ছাহেব কেবলার দৌহিত্র মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিক্ষা নিয়ন্ত্রক যাহেদুর রহমান ও আরিফুর রাব্বানীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এ এইচ এম শাকিল, নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন তামজিদুর রহমান ও মবরুর হোসাইন ছিদ্দিকী।
সভায় লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, অধ্যাপক নুরুল আবচার, মোতাওয়াল্লি কমিটির সহ-সভাপতি মাওলানা কাজী নাছির উদ্দিন, নির্বাহী কমিটির সমন্বয়ক ইসমাঈল মানিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এনামুল হক, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ চৌধুরী, চুনতী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, এডিএম আব্দুল বাসেত, ডা. মাহমুদুর রহমান, উপ-কমিটি কার্যক্রমের প্রধান শাহাজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, বিশিষ্ট ব্যবসায়ী ও নির্বাহী কমিটির সদস্য কাজী আরিফুল ইসলাম, চুনতী ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হক, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আনোয়ার কামাল, চুনতী মাদরাসা তোলাবায়ে সাবেকীনের সভাপতি মাওলানা মমতাজুর রহমান, অ্যাডভোকেট মিনহাজুল আবরার, ইদ্রিস মিনহাজ, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের, তৈয়বুল হক বেদার, কশশাফুল হক শেহজাদ, মো: নঈম নিমু সহ কয়েক হাজার ধর্মপ্রাণ তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।
চুনতীর বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্লাব প্রস্তুতিসভা সফল করতে দায়িত্ব পালন করে। সভায় ১৯ দিনব্যাপী সীরাত মাহফিলের অনুষ্ঠানসূচি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। তহবিল সংগ্রহ উপলক্ষে আমন্ত্রণপত্র, পোস্টার, স্টিকার ও রশিদ বই বিতরণ করা হয়। সভা শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, এবার ৫২তম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি এ অঞ্চলের ধর্মপ্রাণ তৌহিদি জনতার বৃহৎ মিলনমেলা হিসেবে পরিচিত। মাহফিলে দেশের বিখ্যাত আলেম-ওলামারা নির্ধারিত বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে থাকেন।
এছাড়া প্রতিদিন হাজার হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়। আখেরি মোনাজাতে সারাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, মিয়ানমার থেকে এসে অনেকে অংশগ্রহণ করেন। এ দিন লাখ লাখ মুসল্লির ঢল নামে এ মাহফিলে।
ছবি: সায়দুল হাসান মাসুক
Make sure you enter the(*)required information