ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিল এর ৫২তম আসর ৮ই অক্টোবর (শনিবার) জোহরের নামাজের পর সীরত ময়দানে শুরু হয়েছে। মাহফিলের উদ্বোধন করেন সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
সীরত কমিটির সভাপতি ও মাহফিলের প্রবর্তক মরহুম শাহ ছাহেব কেবলার দৌহিত্র মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহিম কবির, নির্বাহী কমিটির সমন্বয়ক ইসমাইল মানিক, মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, মোতাওয়াল্লি কমিটির সহ-সভাপতি মাওলানা কাজী নাছির উদ্দীন, ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, শিল্পপতি আবদু শুক্কুর, মাওলানা হাফেজ শাহ আলম, শাহজাদা তৈয়বুল হক বেদার প্রমুখ। এছাড়া সাতকানিয়া-লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণ এতে অংশগ্রহন করেন।
প্রসঙ্গত, হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ রহ. প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স:) মাহফিল প্রতি বছর ১১ রবিউল আউয়াল শুরু হয়ে ২৯ রবিউল আউয়াল শেষ হয়। তারই ধারাবাহিকতায় ৫২তম মাহফিলটি ৮ অক্টোবর ২০২২ এ শুরু হয়ে ২৬ অক্টোবর ২০২২ দিবাগত রাতে শেষ হবে।
উল্লেখ্য, এটি এ অঞ্চলের ধর্মপ্রাণ তৌহিদি জনতার বৃহৎ মিলনমেলা হিসেবে পরিচিত। মাহফিলে দেশের বিখ্যাত আলেম-ওলামারা নির্ধারিত বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে থাকেন। এছাড়া প্রতিদিন হাজার হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়। আখেরি মোনাজাতে সারাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, মিয়ানমার থেকে এসে অনেকে অংশগ্রহণ করেন। এ দিন লাখ লাখ মুসল্লির ঢল নামে এ মাহফিলে।
Make sure you enter the(*)required information