সম্প্রতি চুনতি লাইটহাউস ও ক্লাব-৭১ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত একুশে বিতর্ক প্রতিযোগিতায় ১ম ২য় ও ৩য় স্থান অর্জনকারী চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, চুনতি ফাতেমা বতুল মহিলা ফাজিল মাদ্রাসা ও চুনতি উচ্চ বিদ্যালয়ের ১৫জন কৃতি বিতার্কিকের হাতে চুনতি লাইটহাউস নলেজ সেন্টারের পক্ষ থেকে উপহার হিসেবে বেসিক কম্পিউটার কোর্স করার জন্য এনরোলমেন্ট ফি তুলে দিয়েছেন চুনতি লাইটহাউসের চেয়ারপার্সন মিসেস সুরাইয়া জান্নাত খান। এসময় আরও উপস্থিত ছিলেন চুনতি লাইটহাউসের এডভাইজর জনাব মাসুদ খান।
দু মাস মেয়াদি এই কোর্সে ওঁদের এম-এস-ওয়ার্ড, এম-এস-এক্সেল ও পাওয়ার পয়েন্ট শেখানো হবে। তিনি এই ক্ষুদে বিতার্কিক দলকে চা চক্রে আমন্ত্রণ জানান এবং ওঁদের সাথে কুশল বিনিময় করেন।
রিপোর্ট - রবিউল হাসান আশিক
Make sure you enter the(*)required information