এক মাস সিয়াম সাধনা শেষে চুনতিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয় । চুনতির সর্বস্তরের মানুষ মুসলিমদের এই বৃহত্তম উৎসবে শামিল হয়েছেন । কবি কাজী নজরুল ইসলামের ভাষায়-ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।’
চুনতি ডট কম ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।তীব্র তাপদাহের পর আগের রাতে চুনতিতে বৃষ্টিপাত হয়েছে। সেজন্য ঈদের রাতে চুনতির আবহাওয়া তুলনামূলক ঠান্ডা ছিল। সকাল ৮টায় চুনতির ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাযে ইমামতি ও খোতবা প্রদান করেন চুনতি শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফিজুল হক নিজামী। ঈদের নামাজ শেষে সমাবেত মুসল্লীগণ পরস্পরের সাথে খোলাখুলি ও কুশল বিনিময় করেন।
Make sure you enter the(*)required information