চুনতির কৃতি সন্তান নূর-ই-মকবুল মুহাম্মদ শামীম ফরচুন সম্প্রতি আমেরিকার ইউনিভার্সিটি অফ সাউদার্ন মিসিসিপি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। ফরচুন চুনতি সরকারি মহিলা কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় দ্বীন মুহাম্মদ মানিক এর বড় ছেলে। তিনি চুনতির ঐতিহ্যবাহী ইউসুফ মঞ্জিল পরিবারের সন্তান।
নূর-ই-মকবুল মুহাম্মদ শামীম ফরচুন ২০০৫ সালে চুনতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৭ সালে হাজী মুহাম্মদ মুহসীন কলেজ থেকে এইচ এস সি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্সে সম্পন্ন করেন। তিনি অনার্স এবং মাস্টার্সে অত্যন্ত চমকপ্রদ ফলাফল করেন ।পরবর্তীতে বাংলাদেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটিতে কিছুদিন শিক্ষকতা করেন। সেখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে উচ্চতর গবেষনার জন্য ফরছুন শামীম স্কলারশীপ নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট কনসাস ইউনিভার্সিটিতে যান। সেখান থেকে ২য় বারের মত মাস্টার্স সম্পন্ন করেন। সম্প্রতি আমেরিকার ইউনিভার্সিটি অফ সাউদার্ন মিসিসিপি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। ফরচুন চুনতির অন্যতম কম বয়সী পিএইচডি ডিগ্রীধারী হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ দ্বীন মুহাম্মদ মানিক মুহাম্মদ মানিক এর ছোট ছেলে সামিন তাহজীব কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাস করেছেন। বড় জামাই চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক এবং ছোট জামাই বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন ব্যারিস্টার।
সুত্র: অধ্যক্ষ দ্বীন মুহাম্মদ মানিক, লুৎফুর রহমান তুষার
Make sure you enter the(*)required information