চুনতি ডট কম শিক্ষা সামগ্রী বিতরণ আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার সকাল নয়টায় চুনতি হাকিমিয়া আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে চুনতি ডট কম শিক্ষা সামগ্রী উপহার এর ৭ম বছরে চুনতিবাসীর সার্বিক সহযোগিতায় আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭০ জন সুবিধাবঞ্চিত ও মেধাবী শিশু শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার বিতরণ করা হবে। শিক্ষাসামগ্রীর মধ্যে প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য একটি আকর্ষণীয় স্কুল ব্যাগ , নিজস্ব তত্ত্বাবধানে তৈরি ৬টি খাতা, ৬টি কলম, ৬টি পেন্সিল, ইরেজার এবং শার্পনার সহ একটি বক্স থাকে ।
২০১৭ সাল প্রথমবার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৫০ জন ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় ২০১৮,২০১৯ এবং ২০২০ সালে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০০ জন ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। ২০২১ সালে করোনা মহামারির কারনে এই কার্যক্রম বিঘ্নিত হয়। নতুন উদ্যমে ২০২২ সালে এই কার্যক্রম পুনরায় চালু হয়ে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০০ জন এবং ২০২৩ সালে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০০ জন ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
চুনতি ডটকম স্বেচ্ছাসেবকদের ব্যবস্থাপনায় চুনতির সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শুভানুধ্যায়ীদের ব্যক্তিগত অনুদানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে । এবারের আয়োজনে বাজেট নির্ধারণ করা হয়েছে আড়াই লক্ষ টাকা।
Make sure you enter the(*)required information