চুনতি ডটকম স্পোর্টস ডে ২০২৪ আগামী ১৩ এপ্রিল, শনিবার অনুষ্ঠিত হবে । বিভিন্ন বয়স ক্যাটাগরিতে ট্র্যাক এন্ড ফিল্ড এবং সাঁতার প্রতিযোগিতা চুনতি আনজুমান ই নওজোয়ান মাঠ ও মুনসেফ বাজার এর পশ্চিমে সিকদার পাড়া পুকুরে আয়োজিত হবে ।
স্পোর্টস ডে ইভেন্ট সমূহ: ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ,৪*১০০ মিটার রিলে দৌড়,সাঁতার ও মোরগ লড়াই
রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ৬ এপ্রিল ২০২৪। সাঁতার এবং রিলে দৌড় ব্যতীত অন্য ইভেন্ট গুলোতে একজন সর্বোচ্চ ৩টি খেলায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মেডেল, আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হবে।
Make sure you enter the(*)required information