বিশেষ ঘোষণা: আজ 19 নভেম্বর যারা চুনতিতে ( www.chunati.com ) মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বীর বিক্রম এর জানাজায় অংশগ্রহণ করবেন তাদেরকে যান চলাচলের প্রশাসনিক নির্দেশিকা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। # জানাযায় অংশগ্রহণেচ্ছু সকলেই সিরাত ময়দানে সমবেত হবেন বাড়ির দিকে ভীড় না করার জন্য সবিনয় অনুরোধ। # সকল যানবাহন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হতে একমুখী চলাচল করবে # চুনতি শাহ সাহেব গেট দিয়ে প্রবেশ করবে এবং হাজী রাস্তা দিয়ে প্রস্থান করবেন # সাধারণ চলাচলের গাড়ি কোন অবস্থাতেই যত্রতত্র পার্কিং করা যাবে না মুসল্লিদের নামিয়ে দিয়েই দ্রুত স্থান ত্যাগ করবেন # ব্যক্তিগত গাড়ি সমুহ ইসহাক মিয়া সড়ক দিয়ে আনজুমান মাঠে বা মেহেরুন্নেসা স্কুলে পার্কিং করা যাবে # শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক ভিভিআইপি গাড়ি জেনারেল আবেদীন সাহেবের বাড়ির সম্মুখস্থ রাস্তা দিয়ে প্রবেশ করে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা মাঠে পার্কিংয়ের জন্য চলে যাবেন # একমূখী চলাচল রাস্তায় বিপরীত দিক থেকে কোন যানবাহন প্রবেশ না করার অনুরোধ # জানাজার উদ্দেশ্যে আগত সকল মুসল্লীদেরকে সীরাতুন্নবী সাঃ ময়দানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। ( Source : Zahedul Rahman, FB post )
Make sure you enter the(*)required information