সীরতুন্নবী সঃ মাহফিল এর অন্যতম সহায়ক চট্টগ্রাম শহরের প্রস্তুতি সভা ১৪ সেপ্টেম্বর বুধবার রীমা কনভেনশন হলে সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে আয়োজন এর লক্ষ্যে চূনতির বিভিন্ন ক্লাব প্রতিনিধি পরামর্শ সভা ৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় দেওয়ান বাজার রুমঘাটা আবাসিক এলাকায় আলহাজ্ব মতিউর রহমান বাবু এর বাসভবনে অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সূরা ফাতিহা পড়ার পর যাহেদুর রহমান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মোতোওয়াল্লী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল মানিক। ক্লাব প্রতিনিধিদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন আলহাজ্ব মতিউর রহমান বাবু, আলহাজ্ব ওয়াহিদুল হক, মোতোয়াল্লী সদস্য আলহাজ্ব এডিএম ও আব্দুল বাসেত দুলাল, আলহাজ্ব আনোয়ার কামাল, অলি উদ্দিন মোহাম্মদ , আলহাজ্ব কাজী আরিফুল ইসলাম, সাঈদুল হাসান মাশুক, আমির মোহাম্মদ খান, রিয়াজুর রহমান, ইয়াসির খান, তামজিদুর রহমান ফাহিদ ।
আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ রহিম, জসিম উদ্দিন সিদ্দিকী, রূহুল কাদের, নিজাম উদ্দিন খান, আলহাজ্ব মোহাম্মদ নাঈম নিমু, সাদুর রহমান, আবু মাসুদ খান, জাবেদ আব্বাস ছিদ্দিকী, রফিকুল ইসলাম, কাজি আব্দুল ওয়াহেদ সোহেল, জাওয়াদ সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিবৃন্দ ।
সার্বিক
Make sure you enter the(*)required information