পূর্বাহ্ণ হঠাৎ করে সবাই চাকরি খুঁজছে? এবং প্রায় প্রতি জনেই সর্বোচ্চ ডিগ্রি মানে মাস্টার্স সম্পন্ন করেছে। চাকরির বাজার কেমন যেন সীমিত হয়ে উঠছে। ৯০ এর দশকে কিংবা এর পরে পোশাক খাত ও ব্যাংকিং সেক্টরে অনেকের চাকরি হয়েছে।কিন্তু ইদানিং আর নতুন করে ব্যবসা বাণিজ্য বিশেষ করে শিল্প খাতে তেমন নতুন বিনিয়োগ হচ্ছে না। আমাদের নতুন বিনিয়োগকারী খুঁজতে হবে। কারিগরি শিক্ষা বাড়াতে হবে। তা হলে এই সমস্যার কিছুটা সমাধান হবে। একটা চাকরি ভীষণ প্রয়োজন। সংসারের বড় ছেলে। অনার্স ও মাস্টার্স শেষ করেছে, কিন্তু বেশ কিছুদিন ধরে বেকার। বিভিন্ন জনের কাছে অনুরোধ করেছেন, কিন্তু কোথাও সুবিধামত চাকরি মিলছে না। অন্যদিকে একটা তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক, সঠিক ইংরেজি লেখা ও পড়া এবং বুঝার এবং সফটওয়্যার পরিচালনা করে ডিজাইন করতে পারে এমন একজন বিশেষ করে কম্পিউটার পরিচালনায় দক্ষ একজন সহকারী নিয়োগ দেবেন। কিন্তু দীর্ঘদিন হলো নিয়োগ দিতে পারছে না। অনেকে ইংরেজি জানে সব ঠিক আছে কিন্তু সেই বিশেষ সফটওয়্যার পরিচালনা করতে জানে না। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বে দ্বিতীয় অবস্থানেও থাকলেও এখনও এই খাতে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। আমাদের দেশে বিদেশি প্রতিষ্ঠানেতো বটে, এমনকি দেশীয় প্রতিষ্ঠানেও সর্বোচ্চ পদে বিদেশিরা বহাল তবিয়তে এখনও চাকরি করছে, কিন্তু আমাদের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে দেশের হাজারো ছেলে মেয়ে বেকার। আমাদের এখন সময় দেশের বিশাল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করা। কারিগরি শিক্ষা সময়ের দাবি। মানবসম্পদ উন্নয়নের অন্যতম উপায়। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি, বাস্তব কাজে লাগে এমন হাতে কলমে শিক্ষা নিতে হবে।এই বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।শুধু দেশে নয়ই এখনও বিদেশের বাজারে আমাদের দক্ষ জনশক্তির বেশ কদর রয়েছে। সুখবর হলো সরকার এই বিষয়ে কিছুটা দেরীতে হলেও, এখন বেশ তৎপর ও বাস্তব ভিত্তিক কাজ শুরু করেছে।এখনও প্রয়োজনের তুলনায় দক্ষ কর্মীর সংখ্যা অনেক কম। উচ্চশিক্ষিত বেকার সংখ্যা কমানোর জন্য এসএসসি পরবর্তী শিক্ষায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি বেশি নজর দিতে হবে এবং সুযোগ সৃষ্টি করতে হবে। শুধু চাকরি নয়, একজন নতুন উদ্যোক্তারও উৎপাদন ও ব্যবসায় সফলতার জন্য যথাযথ কারিগরি জ্ঞান ও উপায় জানার জন্য কারিগরি প্রশিক্ষণ নিতে হবে।দেশের প্রতিটি অঞ্চলে বিশেষ করে গ্রামে দক্ষ জনশক্তি গড়ার কারিগরি কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। চট্টগ্রাম ও কঙবাজার জেলার মাঝখানে লোহাগাড়া উপজেলায় আমার প্রিয় গ্রাম চুনতিতে একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ রইলো। কারিগরি শিক্ষার সমপ্রসারণ ও মানোন্নয়নের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করে বেকার সমস্যার দ্রুত সমাধান করতে হবে।
Make sure you enter the(*)required information