রোগ প্রতিরোধ বিষয়ক সচেতনতা এবং এর প্রয়োগ
ছাইফুল হুদা ছিদ্দিকী
বাংলাদেশের ঐতিহ্যবাহি অনন্য গ্রাম চুনতি।খানঁ ফাউণ্ডেশন গত কয়েক বৎসর ধরে নিয়মিত বিনামূল্যে চক্ষু শিবির এবার চক্ষু ও মহিলা বিষয়ক রোগের চিকিৎসার আয়োজন করে চুনতিতে স্বাস্থ্য সেবার এক অনন্য দৃস্টান্ত স্থাপন করেছে ।খানঁ পরিবারের সবাই এবং এই ভালো কাজের সাথে জড়িত সবাইকে মহান আল্লাহ তার পুরস্কার প্রদান করবেন।আসুন আমরা সবাই ওদের জন্য দোয়া করি বিশেষ করে আমাদের মুরব্বী ইসলাম খানঁ ভাইয়ের জন্য মহান আল্লাহ যেন উনাকে এবং উনার পরিবারের সবাইকে সুস্বাস্থ্য সহ দীর্ঘজীবি করেন । একটা বিষয় এখানে উল্লেখ করা আমি জরুরী মনে করি সেটা হলো রোগ হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও এই বিষয়ে চিকিৎসক এবং সবার করণীয় নিয়ে কাজ করা জরুরী । ইদানিং গ্রামেও নানান রোগের প্রাদুভার্ব হচ্ছে। গ্রামে বসবাসকারী মানুষ গণের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে।রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি কল্পে গ্রামে ও শহরে সবজায়গায় চিকিৎসক বা স্বাস্থ্য কর্মী নিয়োগ জরুরী।উনাদের কাজ হবে জনগণকে রোগ প্রতিরোধ বিষয়ে জ্ঞান দান এবং বাস্তব প্রয়োগে সহায়তা করা।শিশুদের রোগ প্রতিরোধ করতে না পারলে আমাদের আগামি প্রজন্ম বিরাট স্বাস্থ্য ঝুকি নিয়ে বড় হবে এবং আমাদের চিকিৎসা ব্যয় অনেক গুন বেড়ে যাবে । রোগের চিকিৎসা নয় রোগ প্রতিরোধ এই বিষয়ে চিকিৎসক সমাজ ও সরকার সহ সাধারণ মানুষ সবাই আরো বেশী সচেতন হতে হবে ।আমি এখানে বিনীত ভাবে একটা বিষয় প্রস্তাব করছি এই ধরনের রোগের চিকিৎসা করার সাথে সাথে “রোগ প্রতিরোধ বিষয়ক সচেতনতা এবং এর প্রয়োগ বিষয়টি” আগামিতে সংযুক্ত করার জন্য।
সবাইকে আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা ।
Spurce: দৈনিক আজাদীতে প্রকাশিত ০৫-০৪-২০১৭
Make sure you enter the(*)required information