মিজান বাবুর “পুস্পমালা” ও রেশমী চুড়ি বেলোয়ারি।
মিজান বাবুকে বলছি নিঃশংকোচে লিখুন “পুস্পমালা”
শুরু হতে শেষ অবধি, এই ১৪২২ নববর্ষে হতে
শত বর্ষে পরেও এই লেখা পড়বে বাংলার পাঠক
জিলেপি, পাঁপড় তাল পাতার পাখার নিরন্তন পথচলা।
পরেছে হুড়োহুড়ি। কালাই ভাজা মুড়কিমুড়ি।
আজ বসন্তের শেষ দিন পাঠক পড়ছে পুস্পমালা,
কবি মেলা জমেছে, লেখা চলুক শেষ অবধি...।
যেন বাংলার ললনার হাতে রেশমী চুড়ি বেলোয়ারি।
Make sure you enter the(*)required information