বিশ্ব ডাক দিবস
ছাইফুল হুদা ছিদ্দিকী
"বিশ্ব ডাক দিবস" ৯ অক্টোবর প্রতি বৎসর এদিনে পালিত হয়।১৯৬৯ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে প্রতি বছরের ৯ অক্টোবর বিশ্ব ডাক ইউনিয়ন দিবস নির্ধারণ করা হয়।ডাক সেবার প্রচার এবং প্রসার এই সংস্থার মূল উদ্দেশ্য।আধুনিক ডিজিটাল যুগে তথ্য প্রযুক্তির উন্নয়ন তথা নানান আধুনিক পদ্ধতির উদ্ভব হওয়ায় ডাক বিভাগের গুরুত্ব যে অনেক কমে এসেছে তা আর বলার অপেক্ষা রাখে না ।নানান সামাজিক তড়িৎ যোগাযোগ যেমন ফেইসবুক, ভাইভার, হোয়াটস আপ, মেসেন্জার, ইন্টারনেট কিংবা মোবাইল টেলিফোনে ইদানিং বেশি যোগাযোগ হয়।পোস্টমাস্টার, পিয়ন ও রানার এই তিন অপরিহার্য ডাকঘর কর্মীর পদবি নিয়ে ইদানিং কেও কবিতা লিখেন না। বিশ্ব ডাক বিভাগের এর লক্ষ্য ছিল বিশ্বের প্রতিটি দেশের মধ্যে ডাক আদান-প্রদানকে অধিকতর সহজ ও সমৃদ্ধশালী করার মধ্য দিয়ে বিশ্বজনীন পারস্পরিক যোগাযোগকে সুসংহত করা।মনে পড়ে কি ? সেই রাস্তার প্রতিটি মোড়ে লাল রং এর ডাকবাক্স,ডাক বাক্সের রং এখন আর তুলির আচড় লাগে না, নেই তালাও।কোথাও কিছু কিছু খুবই জরাজীর্ণ অথবা ব্যবহারের অনুপযোগী ডাকবাক্স এর দেখা মেলে।তারপরও বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ, ব্যবসা বাণিজ্যে এবং অর্থনৈতিক উন্নয়নে ডাক ব্যবস্থা ও এর অবদান এখনও অপরিহার্য।
Make sure you enter the(*)required information