মানুষ মানুষের জন্য
ছাইফুল হুদা ছিদ্দিকী
তখন একটা সময় ছিলো মেডিকেলে রোগীর সেবায় সারাদিন কাজ চলতো । একদিন সন্ধ্যা হয়ে রাত এলো। মন ও শরীর ভীষণ ক্লান্ত । ঘুমের ঘোরে হাঁটতে পেছনের বারান্দায় বেডে একজনের পাশে রাতভর নিশ্চিন্তে ঘুমালাম। ভালো ঘুম হলো তার কারণ সারারাত যার পাশে ছিলাম উনি একটুও নড়াচড়া করেনি ? উনার কোন নাক ডাকার আওয়াজ শোনা যায়নি ! সকালের দিকে ঘুম ভাংলো ।পূর্বা আকাশে আলোর রেখা দেখা গেলো। ধীরে ধীরে বেড থেকে নেমে হাঁটা শুরু করেছি ,হঠাৎ ওরে বাবারে মারে বলে চিৎকার চেঁচামেচি । নার্স ভদ্র মহিলা ভয়ে অস্থির ।তখনও একনাগাড়ে হৈ হল্লা করছে । আমি প্রথমে খেয়াল করলাম আমাকে হাঁটতে দেখেই উনি চেঁচামেচি শুরু করছে। কিছু বুঝে ওঠার আগেই উনি আমার কাছে জানতে চাইলে আপনি এখানে কিভাবে এলেন ?আমি তো বিস্ময়ে হতবাক।কি এমন হলো? জবাব দিলাম আমি রাতে এখানে ঘুমিয়েছিলাম ।যেখানে ঘুমিয়েছিলাম ঐ বেড দেখিয়ে উনি আবার জানতে চাইলো ।মানে এখানে এই বেডে ,এই চাদরের নীচে আপনি ঘুমিয়েছেন।আমি জোর গলায় বললাম ঠিক তো সারারাত আমি ঐ বেডের রোগীটির পাশে ঘুমিয়ে রাত কাটিয়েছি ।তখন নার্স আমাকে জানালো এই বারান্দায় সব মৃত মানুষ রাখা হয়েছে গতকাল সন্ধ্যায় ।এতক্ষণে বুঝলাম আমি ঘুমের ঘোরে যার পাশে শুয়েছিলাম এবং সারারাত কাটালাম উনি মৃত। মহান আল্লাহের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর মায়া ছেড়ে মৃত্যু বরণ করেজেন। মৃত্যু পুরীতে জীবন্ত মানুষ হাঁটতে দেখে নার্স ভয়ে চিৎকার দিয়েছিলো। আমি জানতাম না কতগুলো মৃত মানুষের সাথে আমি রাত কাটিয়েছি ।কথা গুলো বলছিলেন আমাদের সবার পরিচিত কর্মবীর ।সাদা মনের মানুষ। উনি এবং উনার সহধর্মিণী দুজনেই মানব সেবায় নিবেদিত। আমাদের আগামী প্রজন্মের আলোকিত সায়হান বাতিঘর রোটারিয়ান বাদল সাইয়েদ ভাই Badal Syed । ঘরের বাইরে প্রথম ইফতারি করলাম অজ্ঞাত রোগীর সেবায় নিবেদিত Md Nasar ভাইয়ের নেতৃত্বে অজ্ঞাত রোগীর বন্ধু একদল তরুন প্রজন্মের সাথে আমাদের প্রচার বিমুখ কর্মবীর সাদা মনের মানুষ রোটারিয়ান সদ্য সাবেক সভাপতি মীর মোতাহার হোসেন ভাইয়ের ডাকে Mir Motaher Hossain । আলোচনা হচ্ছিলো নেসার ভাইয়ের পরিচালিত অজ্ঞাত রোগীর সেবার মান ও পরিধি আরো কিভাবে বৃদ্ধি করা যায় । চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের নানান সমস্যা ও এর সমাধানের উপায় নিয়ে । অজাত রোগীর সেবায় নিবেদিত তরুন প্রজন্মের সবার দৃঢ়তা দেখে আশান্বিত হলাম আমাদের প্রিয় লাল সবুজের বাংলাদেশে এখনো মানবতা হারিয়ে যায়নি। সোনার বাংলা আরো আলোয় আলোকিত হবে ইনশাআললাহ আগামী দিনে।
Make sure you enter the(*)required information