স্বপ্নিল, রুপসী ছোট্ট আমার গ্রাম ,জন্ম থেকেই গৌরবোজ্জ্বল ‘চুনতি’ তাঁর নাম।যুগে যুগে লালন করেছে কৃতি সন্তান কতশত-দরবেশ, মনীষী ,শিল্পী সাহিত্যিক আরো কত ব্যক্তিত্ব ।ছোট্ট ছোট্ট টিলার সারি সেজেছে দারুণ সাজে –গুরু গম্ভীর যেন শান্তিময় ছায়া বীথির মাঝে।হানাহানি নেই সেথায় আছে কাছাকাছি সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধমীয় প্রভাব আছে মজবুত, আছে লেখা পড়ার মান।বিশ্বরোড় চলে গেছে তাঁর বুকটি চিরে-সকল প্রকার যোগাযোগ আছে ভাল, গ্রামটি ঘিরে।আমার গ্রামটি আদর্শ গ্রাম ঐতিহ্যবাহীতো বটে;ধন্যি’ লিখা হল তাই আমার জীবন পটে।মঙ্গলবার -১৭/০৫/২০১১ ইং
Make sure you enter the(*)required information