প্রিয় যোগাযোগ প্রিয় ফেসবুক তোমার অবদানের কল্যানে খোঁজে পেয়েছি অনেক শ্নেহের ও শ্রদ্ধাভাজন।তাই অন্তর থেকে জানাই তোমাই সাদর সম্ভাষণ ।সময়ের পরিক্রমায় একেক জন একেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো প্রায় অনেক কাছের জন। আবার বন্ধু হলাম রক্তের সম্পর্ক না হয়ে ও অনেক দূরের জন ।যে কোন কিছুরই থাকে দিক বিপরীত ।তোমার মাঝে ও আছে মন্দো- ভালো দুটোই দিক ।তবে চেষ্টা করি যতদূর পারি , বর্জন করি মন্দ দিক গ্ৰহন করি যেটা মন সায় দেয় ঠিক।তুমিই মাধ্যম প্রিয় যোগাযোগ ,প্রিয় আমার প্রিয় সবার ফেসবুক ।পরিচিত অপরিচিত আনন্দ- বেদনায় দূরে থেকে ও অভিনন্দন ও সহমর্মিতা জানাই ।চেনা- অচেনা মুখ ।তোমার কাছেই বলা যায় মনের কথা নির্দিধায় সুখ- দুখ। প্রিয়জনদের কাছ থেকে দূরে থেকে ও কাছে মনে হয় , দূর দর্শনে হয় কথা ও ভাব বিনিময় । যেখানে ছোট বড় ভেদাভেদ নাই ।তোমার ক্যাম্পাসে আড্ডা চলে লোক রকম হরেক।তাই থাকলেও শত ব্যস্ততা মূহুর্তে মুহূর্তে ফিরে আসি বারেক।পৃথিবী যতোদিন রবে ,তুমি ও মানব কল্যানে থেকো নীরবে । আত্মার আত্বীয়তার বন্ধন হারিয়ে যেতে দিওনা তবে, যেমন চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে পূর্বে ।।আগামী প্রজন্ম ও যেন খোঁজ রাখেন সেভাবে । শ্রদ্ধা শ্নেহে ভালোবেসে একে অপরে।।এমনো অনেকে আছেন আত্বীয় পরিজন দূর দেশে, তোমার সুবাদে যোগাযোগ করা যায় চাইলেই নিমিষেই অনায়াসে। ভালো বন্ধুত্ব আসলে হয়না কারো চেহারা দেখে ,হয় একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও শ্নেহ পরায়নতা থেকে।।প্রিয় যোগাযোগ প্রিয় ফেসবুক এখানে এক সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে । থাকি যেন আনন্দ- বেদনায় মোরা একসাথে মিলেমিশেপ্রতিক্ষণ প্রতিদিন প্রতিনিমিষে।।
Make sure you enter the(*)required information