মায়াময় প্রিয় গ্ৰামের মাটির টানে নীড়ে ফেরা।ঈদ উদযাপন করা অকল্পনীয় যেন তারে ছাড়া। ঈদ আনন্দের বাড়তি পাওনা স্মৃতিবিজড়িত ফেলে আসা দিনগুলো শৈশব কৈশোর দূরন্তপনা।ঈদ মানে, অনাবিল আনন্দ ।ঈদ মানে, নেই খুশির অন্ত ছোট বড়।ঈদ মানে ,দেখা হওয়া কুশল বিনিময় পরিবার পরিজন আত্বীয়।ঈদ মানে ,নবীন প্রবীণ প্রাণের মিলন মেলা প্রজন্ম থেকে প্রজন্ম।ঈদ মানে, সেতুবন্ধন নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ সকলের জন্য।ঈদ মানে, নতুন করে ফিরে পাওয়া নিকট আত্মীয় প্রতিবেশী সকলের সাথে বজায় থাকা সুসম্পর্ক। ঈদ মানে, সম্প্রীতির সেতুবন্ধন ।হিংসা বিদ্বেষ অহংকার ভুলে গিয়ে মানুষকে মানুষ হিসেবে দেয়া তার প্রাপ্য সম্মান।ঈদ মানে, প্রাণের মিলন মা বাবা ভাই বোন। ঈদ মানে, বাবাকে মিস্ করা ভীষণ ।ঈদ মানে, যেন মায়ের অবারিত সুখের সন্ধান।সন্তানসহ সবাইকে সাথে নিয়ে করবেন ঈদ উদযাপন।ঈদ মানে ,অপলক তাকিয়ে থাকা মায়ের মায়াময় বদন। কষ্ট ও শত ব্যস্ততার মাঝেও কখনো হয়না তাঁর চেহারা মলিন।ঈদ মানে, অপরূপ সৌন্দর্য উপভোগ করা সবুজ গ্ৰাম। ঈদ মানে, কিছু সময় প্রকৃতির সাথে একান্তে সময় পার ও তার সাথে কথোপকথন।ঈদ মানে, ঝুড়ি ভর্তি আনন্দ নিয়ে ফিরে এসে আবার অপেক্ষা কখন মিলিত হবো আত্বীয় পরিজন। ঈদ মানে, নাড়ির টানে ছায়া সুনিবিড় নীড়ে ফেরা।ঈদ মানে,অনাবিল প্রশান্তি ও সুখের মুহূর্ত গুলো উপভোগ করা। ঈদ মানে, আবার পূণর্মিলন ।নানান রকম অনুষ্ঠান আয়োজন। এভাবেই মানুষে মানুষে ধনী গরীব ছোট বড় বিভেদ ভুলে মনে জাগায় আনন্দের শিহরণ।হয় রচিত প্রজন্ম থেকে প্রজন্মে সেতুবন্ধন।। খাতুন রওনক আফযা( রুনা )৯/৫/২০২২
Make sure you enter the(*)required information