চট্টগ্রামের সর্ব দক্ষিণে অবস্থিতচুনতি গ্রাম যার নামজন্মিল এক সাহসী সেনানায়কচারদিকে ছিলো তাঁর সুনামমুখে যাঁর ছিলো সদা হাসিমন ছিলোনা তাঁর ক্ষীনসকলের কাছে ছিলো অনুপ্রেরণানাম যাঁর জয়নুল আবেদীনমা-বাবার আদরের আবেদীনযোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতেসৎগুণে গুণান্বিত হন নিজেযায়নি তাঁর সেই গুণ বৃথেদেশ সেবার তরে দিয়েছিলেনযিনি তাঁর পুরো জীবনবনেজঙ্গলে যেখানেই থাকিতেন তিনিকর্তব্যে তিনি অটল ছিলেনভোগবিলাসীতাকে আপন না করেকরিলেন আপন নিজ দেশ-গ্রামকেমানুষরে করিতেন তিনি সম্মানসময়ে করিতেন উপকার সকলকেমানুষের দোয়া ছিলো তাঁর ওপরযার দরুন হলেন তিনি সম্মানীপেলেন রাষ্ট্রীয় উপাধি বীর বিক্রমপ্রধানমন্ত্রীর প্রিয় হলেন তিনিনমনীয়তা ছিলো যাঁর চারিত্রিক ভূষণফেলিতেন না মানুষের সৎ আবদারদেশের শত্রুর বিরুদ্ধে সদা ছিলেন সোচ্চারসকলের জন্য খোলা ছিলো তাঁর দুয়ারআঁধারে বিলাতেন তাঁর সততার আলোকরশ্মিতাইতো হলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিবযাঁর তীক্ষ্ণ মেধা সঞ্চার হতো দেশের জন্যেতাঁর মনের কোনে বাসা বাঁধতে পারেনি লোভসকল ধর্মের প্রতি যাঁর ছিলো গভীর শ্রদ্ধাপরকালকে যিনি করিতেন ভয়তাইতো তাঁর প্রতি মানুষের এতো ভক্তিজীবনে সকল ক্ষেত্রে করিলেন জয়মরণের দিনও যিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিকতাই এখনো ভুলিতে পারেনি এই মাটি ও মানুষসম্পদের অঢেল পাহাড় গড়ে যাননি তিনিআমৃত্যু জনসেবা করবার তাঁর ছিলো মানস।
Make sure you enter the(*)required information