(অনুগল্প) ”জিন্দা লাশ হয়ে বেঁচে থাকতে চাইনা। যদি দূরারোগ্য কোন ব্যধিতে আক্রান্ত হয়ে অজ্ঞান পড়েও থাকি, অক্সিজেন- মাস্ক- টিউব এসবের কৃত্রিম নিশ্বাসে আমি বাঁচতে চাই না। বাঁচিয়ে রাখার প্রচেষ্টাকারী সকল প্রকার যন্ত্রের তার- টিউবের সংযোগ তুমি সযন্তে খুলে দিবে। যেন প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিক নিয়মেই আমি মরতে পারি।” কথাগুলো বললাম তাকে একান্তে। শুনে সে আমার দিকে কিছুক্ষণ তাকালো। কী যেন ভেবে উঠে দাঁড়ালো। তারপর কমপিউটারের ক্যাবল খুলে দিলো। টিভির ডিশ সংযোগ খুলে দিলো। ওয়াইফাই রাউটার খুলে দিলে। মোবাইল সুইচড অফ করে দিয়ে সযন্তে রেখে দিলো। মনে হচ্ছে মরতে শুরু করেছি প্রাকৃতিক পরিবেশেই। বিচ্ছিন্ন করা ক্যাবল কিংবা ইন্টারনেট সংযোগ যেন জীবিতদের দল থেকেই বিচ্ছিন্ন করে রেখেছে আমাকে।
(অনুগল্প)
”জিন্দা লাশ হয়ে বেঁচে থাকতে চাইনা। যদি দূরারোগ্য কোন ব্যধিতে আক্রান্ত হয়ে অজ্ঞান পড়েও থাকি, অক্সিজেন- মাস্ক- টিউব এসবের কৃত্রিম নিশ্বাসে আমি বাঁচতে চাই না। বাঁচিয়ে রাখার প্রচেষ্টাকারী সকল প্রকার যন্ত্রের তার- টিউবের সংযোগ তুমি সযন্তে খুলে দিবে। যেন প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিক নিয়মেই আমি মরতে পারি।”
কথাগুলো বললাম তাকে একান্তে। শুনে সে আমার দিকে কিছুক্ষণ তাকালো। কী যেন ভেবে উঠে দাঁড়ালো। তারপর কমপিউটারের ক্যাবল খুলে দিলো। টিভির ডিশ সংযোগ খুলে দিলো। ওয়াইফাই রাউটার খুলে দিলে। মোবাইল সুইচড অফ করে দিয়ে সযন্তে রেখে দিলো।
মনে হচ্ছে মরতে শুরু করেছি প্রাকৃতিক পরিবেশেই। বিচ্ছিন্ন করা ক্যাবল কিংবা ইন্টারনেট সংযোগ যেন জীবিতদের দল থেকেই বিচ্ছিন্ন করে রেখেছে আমাকে।
Make sure you enter the(*)required information