মোরা পাহাড়ি মোরা বাঙ্গালী আমরা পাহাড়ি আমরা বাঙ্গালী আমরা অভিন্ন আমরা একআমরা সবাই ভাই ভাইহিংসা, দ্বেষ, নয়ত আর নয়ত ঝগড়া বিবাদ ও ভাই নয়ত আর মারামারি আমরা বাঙ্গালী আমরা পাহাড়ি আমরা বাঙ্গালী আমরা পাহাড়ি হাসি খুশী ভরা প্রাণ সোনার দেশ গড়ার কাজে বিলিয়ে দেব প্রান ও ভাই মোরা বিলিয়ে দেব প্রাণ। আমরা বাঙ্গালী আমরা পাহাড়ি ঘরে বসে থাকব না।ফেলে রাখা জায়গা জমি অনাবাদি আর রাখব না ।শিক্ষার আলো জ্বালিয়ে দেব মূর্খ হয়ে আর থাকব নাবুক ফুলিয়ে হাঁটব মোরানীচ হয়ে আর থাকৰ নাঅলস হয়ে আর থাকব নাদেশ বিদেশে ঘুরব মোরাদেশের সুনাম অর্জন করেবিজয়ীর মত ফিরব মোরাশান্তি চুক্তি করলেন যারাদেশের খাতিরেসেই চুক্তি মানব মোরাঅক্ষরে অক্ষরে ।আমরা পাহাড়ি আমরা বাঙ্গালী চল মোরা সবাইএক সাথে থাকি আর এক সাথে চলিআমরা পাহাড়ি আমরা বাঙ্গালী।
Make sure you enter the(*)required information